Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলে যুবতীকে গলা কেটে হত্যারকান্ডের ঘটনায় মামলা

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে রুমেনা বেগম (২২) নামের এক যুবতীর গলা কাটা লাশ উদ্ধারের একদিন পর হত্যাকান্ডের ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে। গতকাল সোমবার বাহুবল মডেল থানায় নিহতের মা বানেছা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামী করে এ মামলা দায়ের করেন। উল্লেখ্য, রোববার দুপুরে উপজেলার রাজাপুর গ্রাম থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। নিহত যুবতি উপজেলার মোহনপুর প্রকাশিত রাজাপুর গ্রামের কিরাম উদ্দিনের মেয়ে। গলাকাটা অবস্থায় তার লাশ নিজ বাড়ি সংলগ্ন ঈদগাহের পাশের ধানের জমিতে দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী ও অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলীসহ এক দল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। নিহতে পরিবার সূত্রে জানা যায়, সে শনিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত বাড়িতেই ছিল। সকালে পরিবারের লোক তাকে না পেয়ে খোঁজাখুজির এক পর্যায়ে লাশের সন্ধান পায়। স্বামী পরিত্যক্ত রুমেনা প্রাণ আরএল গ্র“পে চাকরী করে জীবিকা নির্বাহ করে আসছিল। এ ব্যাপারে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী জানান, সোমবার নিহতের মা বানেছা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামী করে মামলা দায়ের করেছেন। হত্যাকান্ডের রহস্য উদঘাটনের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ঘটনার সাথে জড়িত অপরাধীদের খোঁজে বাহির করে আইনের আওতায় নিয়ে আসতে সার্কেল স্যারের নেতৃত্বে বাহুবল মডেল থানার পুলিশ কাজ করে যাচ্ছে। আমরা আশা করি দ্রুত সময়ের মধ্যে রুমেনা হত্যাকান্ডের রহস্য উদঘাটন করতে পারব।