Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে মারুফ মৃত্যুর রহস্য এখনও উৎঘাটিত হয়নি!

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ছাতিয়াইন রেলষ্টেশন এলাকার মারুফ মিয়া (৪০) মৃত্যুর ২০ দিন পরও রহস্য উৎঘাটিত হয়নি। মূল হোতারা ধরা চোয়ার বাহিরে। মামলার অভিযোগ ও নিহতের মা রহিমা খাতুন জানান, উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের উত্তর নোয়াপাড়া গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে মারুফ মিয়া ছাতিয়াইন রেলওয়ে ষ্টেশনের পাশে চা বিক্রি করত এবং স্ত্রী ও সন্তানদের নিয়ে শ্বশুর বাড়ীতে বসবাস করতেন। কিন্তু প্রায়ই পারিবারিক কলহ লেগেই থাকত। এর জের ধরে শ্বশুর বাড়ীর লোকজন মারুফকে মারধোর করেতন। ১৬ জুলাই বিকালে তাকে শ্যালকসহ অন্যন্যরা মারধোর করেছে বলে তার মাকে জানায় এবং ঔষধ কিনার জন্য তার মায়ের কাছ থেকে ২ শত টাকা চেয়ে নিয়ে চলে যায়। ১৮ জুলাই সকালে ছাতিয়াইন রেলওয়ে মাষ্টারের পরিত্যক্ত ভবনে মারুফের লাশ স্থানীয় লোকজন দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করেন। মারুফের মা রহিমা বেগম ওই এলাকার মৃত মালেক মিয়ার ছেলে জলিল মিয়া (৩৫) বাচ্চু মিয়ার ছেলে ইসমাইল মিয়া (৩২), জুয়েল মিয়া (৩০) ও বাচ্চু মিয়া (৫০) কে সন্দেহ পোষন করে থানায় একটি লিখিত দরখাস্ত দেয়। থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী এ ঘটনায় একটি মামলা রুজু করেন।
মামলার তদন্ত কর্মকর্তা মাধবপুর থানার এসআই আজিজুর রহমান নাঈম জানান-মারুফ মিয়া মৃত্যুর কারন উৎঘাটনে তদন্ত চলছে। যারা এর সঙ্গে জড়িত তাদের ধরতে অভিযান অব্যাহত আছে। হবিগঞ্জের সিনিয়র সহকারি পুলিশ সুপার এস.এম রাজু আহম্মেদ বলেন, এ মামলাটির তদন্ত কাজ চলছে। আশা করি দ্রুতই এর রহস্য পুলিশ উৎঘাটন করতে পারবে।