Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে রিপাতপুর সরকারী প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে গাছ বিক্রির অভিযোগ

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে সরকারী বিধি অমান্য করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতি মিলে রিপাতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২টি গাছ বিক্রির অভিযোগ পাওয়া গেছে। গ্রামবাসী এর প্রতিকার চেয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের রিপাতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অবস্থিত ২টি রেইনটি গাছ রয়েছে। যার আনুমানিক মুল্য হবে ১৫ হাজার টাকা। গত ১৩ জুলাই সামাদ মিয়া নামে এক ব্যক্তি গাছগুলো কেটে নিয়ে যাওয়ার সময় গ্রামবাসী এর কারন জানতে চাইলে সামাদ মিয়া জানান, তিনি সাড়ে ৩ হাজার টাকা দিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন এবং ম্যানিজিং কমিটির সভাপতি অভিজিত পালের নিকট থেকে ক্রয় করেছেন। গ্রামবাসী প্রধান শিক্ষক ও সভাপতির নিকট জানতে চেয়ে কোন সদুত্তর পাননি। গ্রামবাসী অভিযোগে আরো উল্লেখ করেন, বিদ্যালয়ের সামনে খালি জায়গায় ওই গাছগুলো থাকায় ছায়ার মাঝে প্রতিদিন স্কুলের কোমলমতি শিশুরা খেলাধুলা করতে পারতো। অভিযোগে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য গত ১ আগষ্ট ওই গ্রামের চানাওর মিয়ার পুত্র নুরুজ্জামান, বাতির উল্লা, কাজল দাশ, প্রনয় বৈদ্য, জিয়াউর রহমানসহ লোকজন নবীগঞ্জ উপাজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দাখিল করেন।