Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জ পৌর কাউন্সিলরের বিরুদ্ধে রাস্তা বন্ধ করে দেয়ার অভিযোগ

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর কবির মিয়ার বিরুদ্ধে আবারো জনগণের চলাচলের রাস্তা বাঁেশর বেড়া দিয়ে বন্ধ করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। ইতিপূর্বে সালামতপুর গ্রামের লাইলী বেগম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবরে অভিযোগ দেয়ায় ক্ষিপ্ত হয়ে ওই কাউন্সিলর গত বৃহস্পতিবার সরকারী জায়গার উপর নবীগঞ্জ পৌরসভা নির্মিত সড়কের উপর আবারো বাঁেশর বেড়া দিয়ে লোকজনের চলাচল বন্ধ করে দিয়েছেন। গ্রামের লোকজনের চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে দেন। প্রায় ৮ বছর পূর্বে মারা যাওয়া ছোরাব উল্লাহর স্ত্রী লাইলী বেগম অসহায় অবস্থায় দিনাতিপাত করছেন। বর্তমান কাউন্সিলর এর কোন তোয়াক্কা না করে উল্টো তাকে বাড়ি ছাড়া করেছেন। এছাড়া বর্তমান কাউন্সিলর কবির মিয়া ওই রাস্তার মাটি কেটে ফেলেছেন বলেও অভিযোগ পাওয়া গেছে। ইতিপূর্বে সাবেক কাউন্সিলর আলহাজ্ব মোঃ রুহুল আমীন রফু ওই সড়কে দুইবার মাটি কেঠে রাস্তা নির্মাণ করেন। অসহায় লাইলী বেগম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবরে অভিযোগ দেয়ার পর এক সপ্তাহ সময় নিয়ে কাউন্সিলর কবির মিয়া নতুন করে বাশেঁর বেড়া দেয়ায় আইনের প্রতি তার অশ্রদ্ধা প্রদর্শনের বিষয়টিও প্রকাশ পেয়েছে।
উল্লেখ্য, অসহায় লাইলী বেগম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবরে অভিযোগের প্রেক্ষিতে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মোঃ অলি উল্লাহ সরেজমিন ঘটনাস্থলে গিয়ে গত ৮ জুলাই লাইলী বেগমের অভিযোগের সত্যতা পেয়ে প্রতিবেদন প্রদান করেছেন। বর্তমান কাউন্সিলর কবির মিয়া আবারো জনগণের চলাচলের রাস্তায় বাঁেশর বেড়া দিয়ে বন্ধ করে দেয়ায় লোকজন চরম দুর্ভোগে রয়েছেন বলে জানা গেছে।