Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে হাতি দিয়ে চাঁদাবাজি বন্ধে নেই কোনো উদ্যোগ

নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জে হাতি দিয়ে চাঁদাবাজি এখন নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। প্রায়দিনই নবীগঞ্জের বিভিন্ন সড়কে এবং হাট-বাজার থেকে শুরু করে নবীগঞ্জ শহরেও চাঁদাবাজি চলছে অবিরত। কখনো মহাসড়কে গাড়ি থামিয়ে কখনো দোকানপাটের সামনে গিয়ে হাতি দিয়ে টাকা আদায় করা হয়। সোমবার দুপুরে সরেজমিনে, নবীগঞ্জ-আউশকান্দি সড়কের কুর্শি ইউনিয়নের কুর্শি গ্রামে দেখা যায় রাস্তায় সিএনজি, কার, পিকভ্যানকে দাড় করিয়ে চালকদের কাছ থেকে আদায় করা হচ্ছে চাঁদা। টাকা না দেয়া পর্যন্ত রাস্তা ছাড়ছেনা হাতি। হাতির হাত থেকে রক্ষা পেতে ১০ টাকা থেকে শুরু করে ৫০-১০০ টাকাও গুনতে হয় বিপাকে পড়া চালকদের। এ ঘটনা প্রায়শই ঘটে আসলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো ধরণের তৎপরতা দেখা যায়নি। মির্জা শিহাব আহমেদ নামে এক মোটর সাইকেল চালকের সাথে আলাপকালে তিনি বলেন, নবীগঞ্জ থেকে আউশকান্দি মোটর সাইকেল নিয়ে যাচ্ছিলাম পথিমধ্যে হঠাৎ করে একটি হাতি আমার সাইকেলের সামনে এসে দাঁড়ায়। সে সময় হাতির কাছ থেকে ছাড়া পেতে আমি ২০ টাকা দেই।