Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল শুরু, জনমনে স্বস্তি

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ তিন দিন বন্ধ থাকার পর গতকাল সোমবার থেকে আবারও হবিগঞ্জ জেলাসহ সারা দেশে বাস চলাচল শুরু হয়েছে। হবিগঞ্জ জেলার বাস টার্মিনালগুলো থেকে যাত্রী নিয়ে দেশের বিভিন্ন রুটে ছেড়ে গেছে দূরপাল্লার যানগুলো। এতে জনজীবনে স্বস্তি নেমে আসার পাশাপাশি স্থবিরতা কেটেছে স্বাভাবিক জীবনযাত্রায়। তবে বাস চলাচলের সংবাদ অনেকেই জানতে না পারায় যাত্রী ছিল কম। রাজধানীতে শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন থেকে গাড়ি ভাংচুরের প্রতিবাদ ও নিরাপত্তার দাবিতে সারাদেশের ন্যায় হবিগঞ্জেও পরিবহন বন্ধ থাকে। শুক্রবার থেকে হবিগঞ্জ হতে কোনো বাস ছেড়ে যায়নি। এমনকি নতুন ব্রীজ পয়েন্টে যান চলাচলে বাধাও দেন পরিবহন শ্রমিকরা। রোববার রাতে পরিবহন শ্রমিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করে নেন শ্রমিক নেতারা। এরই পরিপ্রেক্ষিতে গতকার স্বাভাবিক হয়ে আসে যান চলাচল। শুক্রবার থেকে বন্ধ থাকার পর আজ সোমবার থেকে আবারো হবিগঞ্জ থেকে বিভিন্ন রুটে বাস ছেড়ে যাচ্ছে। যানবাহন চলাচল শুরু হওয়ায় জনমনে স্বস্তি দেখা দিয়েছে।