Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে আইনানুগভাবে গরু জবাই ও মাংস বিক্রি নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে গরু-ছাগল জবাই ও মাংস বিক্রয়ের ক্ষেত্রে আইন-কানুনের তোয়াক্কা করছেনা কসাইরা। নির্দিষ্ট স্থানে জবাই ও মাংস বিক্রির নিয়ম থাকলেও দীর্ঘদিন ধরে যত্রতত্র জবাই ও মাংস বিক্রি করা হচ্ছে। জবাইয়ের পূর্বে পশু চিকিৎসক দ্বারা গরু-ছাগলের স্বাস্থ্য পরীক্ষা করে মাংস মানুষের খাওয়ার উপযোগী কিনা তা যাচাই করে প্রমাণপত্র প্রদর্শন করে বিক্রির নিয়ম থাকলেও স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই জবাই ও মাংস বিক্রি করা হচ্ছে। এছাড়া প্রকাশ্যে জনসম্মুখে জবাই করার নিয়ম থাকলে রাতের আঁধারে কখন কোথায় জবাই করা হয় তা কেউ জানেনা। এভাবেই আইন-কানুনের তোয়াক্কা না করে বানিয়াচংয়ে যত্রতত্র অবাধে গরু-ছাগল জবাই ও মাংস বিক্রয় চলছে। ফলে জনস্বাস্থ্য হুমকির সম্মুখীন রয়েছে। গতকাল উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর সঞ্জয় কুমার রায় সরেজমিন বাজার পরিদর্শন করে নিয়মতান্ত্রিকভাবে গরু-ছাগল জবাই ও মাংস বিক্রি করা হচ্ছেনা দেখে কসাইদেরকে নিয়মতান্ত্রিকভাবে জবাই ও মাংস বিক্রির জন্য হুশিয়ারী দেন। আইন-কানুনের তোয়াক্কা না করলে পরবর্তীতে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়ে দেন। এ সময় তিনি পশু জবাই ও মাংস বিক্রির নিয়ম-কানুন উপস্থিত জনগনের কাছেও বর্ণনা করেন এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এব্যাপারে সবাইকে সচেতন থাকার আহবান জানান।