Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে কৃষকরা ঋণের জালে বন্দি

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে কৃষকরা ঋণের চালে বন্দি হয়ে পড়েছে। ব্যাংকের ঋণ ভারে জর্জরিত। এক শ্রেণীর ব্যাংক কর্মকর্তা ও দালালদের খপ্পরে পড়ে কৃষকরা লাভের চেয়ে এখন লোকসান গুনছেন। সরকারী তপসীলি ব্যাংকগুলো প্রতিবছর কৃষকদের মাঝে ঋণ বিতরণ করে থাকে। এক্ষেত্রে কৃষি, সোনালী, জনতা, পূবালী ব্যাংক সহ বেসরকারী ব্যাংকগুলো সহজ শর্তে কৃষকদের মধ্যে ঋণ বিতরণ করেন। বিশেষত কৃষি ব্যাংক ঋণ বিতরণের ক্ষেত্রে এগিয়ে থাকে। তবে চিহ্নিত কতিপয় দালাল দীর্ঘ দিন ধরে ঋণ আবেদন মঞ্জুরের ক্ষেত্রে কৃষকদের সঙ্গে প্রতারণা করে যাচ্ছে। ব্যাংকগুলো কৃষকদের মধ্যে সাধারণত বোরো, ইরি, শীতকালীন ও মৌসুমী সবজি, গরু মোটাতাজা করণ, মৎস্য ও মসলা চাষাবাদে সহজ শর্র্তে কৃষকদের মধ্যে ঋণ বিতরণ করে থাকে। এ সুযোগে এক শ্রেণীর দালার ভূয়া কাগজপত্র তৈরী করে ব্যাংকের অনুসন্ধানী কর্মকর্তাদের সহযোগিতায় সরকারী অর্থ যেনতেনভাবেই বিতরণ করছে। মঞ্জুরীকৃত এ ঋণ থেকে দালাল ও ব্যাংকের কতিপয় কর্মকর্তা সুযোগ সুবিধা ভোগ করছে। মাধবপুর কৃষি ব্যাংক শীর্ষ ৫০ খেলাপী ঋণ গ্রহিতার কাছে ৯৭ লাখ ১৭ হাজার টাকা পাওনা রয়েছে। এ টাকা পরিশোধে ব্যাংকে কোনো কার্যকরী পদক্ষেপ নেই।