Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শুধু নিরাপদ সড়ক নয় মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার শপথ ছাত্র ছাত্রীদের

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর ডিগ্রী কলেজের ছাত্র-ছাত্রীরা নিরাপদ সড়কের দাবির আন্দোলন সমর্থন এবং মাদকের বিরুদ্ধে সোচ্ছার হবার শপথ নিয়েছেন। শনিবার সকালে কলেজ শ্রেনী কক্ষে সহস্রাধিক ছাত্র ছাত্রী এ শপথ নেন। কলেজের অধ্যক্ষ মোঃ জাহির উদ্দিন জানান, শনিবার সকালে কিছু শিক্ষার্থী নিরাপথ সড়ক আন্দোলন সমর্থন করে ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নেবার চেষ্টা করে। এ সময় শিক্ষার্থীদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত করলে তারা শ্রেনী কক্ষে ফিরে যায়। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী জানান, সকালে কিছু শিক্ষার্থী মহাসড়ক অবরোধের চেষ্টা করছিল। কলেজের অধ্যক্ষ তাদের ক্যাম্পাসে ফিরে যাওয়ার নির্দেশে তারা ক্যাম্পাসে ফিরে যায়। পরে কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিয়ে সচেতনাতামূলক সভা করা হয়। শিক্ষার্থীদের কলেজের সামনে স্পীড ব্রেকার, লোকাল বাস দাড়ানো, ট্রাফিক পুলিশ মোতায়েনসহ কয়েকটি দাবির প্রতি সমর্থন জানিয়ে মাদকের বিরুদ্ধে সোচ্চার হবার আহবান জানালে ছাত্র ছাত্রীরা দুহাত তুলে তা সমর্থন করে মাদককে স্পর্শ করবেনা বলে শপথ নেন।