Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে তরুণীকে গহীন অরণ্যে হত্যার চেষ্টা

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের পশ্চিম পাশে সুরমা চা বাগানের ২০নং গহীন অরণ্যে এক তরুণীকে গলায় কাপড় পেচিয়ে হত্যার চেষ্টা করেছে একদল দুর্র্বৃত্ত। এ সময় যুবতীর বাচাঁও বাচাঁও চিৎকারে উদ্ধার করতে গিয়ে সুরমা চা বাগানের উত্তম কৈরী নামে এক চা শ্রমিক নেতা দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন। উত্তম কৈরীকে উদ্ধার করে মাধবপুর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
আহত উত্তম কৈরী জানান, ওই দিন দুপুরে তিনি সুরমা চা বাগান ২০ নং সেকশনে কাজ করছিলেন। এমন সময় এক নারীর বাচাঁও বাচাও চিৎকার শুনতে পেয়ে এগিয়ে যেতেই দুর্বৃত্তরা দা দিয়ে তাকে কুপিয়ে আহত করে। বৃহস্পতিবার দুপুরে দর্র্বৃত্তরা ওই যুবতীকে নিয়ে সুরমা পাহাড়ে ঢুকে গলায় কাপড় পেচিয়ে হত্যার চেষ্টা চালায়। তার বাধার মুখে পড়ে যুবতীকে হত্যার চেষ্টা ব্যর্থ হয়ে পালিয়ে যায়। মাধবপুর থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, ঘটনার সংবাদ পেয়ে তেলিয়াপাড়া আইসি রমজান আলীকে পাঠানো হয়েছে। তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির আইসি রমজান আলী জানান, আহত যুবক উত্তম কৈরীর কাজ থেকে ঘটনার কিছু বিবরণ শুনেছি তবে ওই চক্রটিকে ধরা সম্ভব হয়নি। মাধবপুর থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী আরো জানান এব্যপারে এখন পর্যন্ত আমাদের কাছে কোন মেয়ে বা তার পরিবারের কারোর পক্ষ থেকে আমাদের কাছে কোন অভিযোগ আসেনি। আমরা কোন মেয়েকে ওইখানে পাইনি। তবে আমাদের ধারনা ঘটনাটি গাছ কাটা নিয়ে হতে পারে।