Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাংলাদেশ ইউনানী আয়ুর্বেদিক চিকিৎসক লীগ হবিগঞ্জ জেলা শাখার কমিটি গঠন

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ ইউনানী আয়ুর্বেদিক চিকিৎসকলীগ হবিগঞ্জ জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষ্যে গত ৬ জুলাই হবিগঞ্জ শহরের আমির চান কমপ্লেক্সে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। হাকীম হাবিবুর রহমানের সভাপতিত্বে ও শারফিন আহমেদ চৌধুরীর পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমন। উদ্ভোধক ও প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ইউনানী আয়ুর্বেদিক চিকিৎসকলীগের সভাপতি ডাঃ হাকীম হারুনুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন, জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক সম্পাদক ডাঃ এস এম সরোওয়ার। পরে সর্ব সম্মতিক্রমে হাকীম মোঃ হাবিবুর রহমানকে সভাপতি, মোঃ আজমান মিয়াকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যন্যারা হলেন, হাকীম মোঃ জহুর আলী সিনিয়র সহ-সভাপতি, মোঃ তাজুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ শারফিন আহমেদ চৌধুরী অর্থ সম্পাদক, সমীর রায় দপ্তর সম্পাদক, আব্দুল হাই ভূইয়া সাংগঠনিক সম্পাদক, মোঃ কামাল শাহ প্রচার ও প্রকাশনা সম্পাদক, মোছাঃ সালমা আক্তার মহিলা বিষয়ক সম্পাদিকা, মাওঃ ফখরুল ইসলাম খান ধর্ম বিষয়ক, মোঃ রমজান আলী চিকিৎসা ও পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক, সৈয়দ মহিবুর রহমান ত্রাণ ও দূর্যোগ সম্পাদক, নগেন্দ্র দেব নাথ ভূমি ও কৃষি বিষয়ক সম্পাদক, মোঃ দুলাল মিয়া সমাজ কল্যাণ সম্পাদক, প্রাণেশ দেবনাথ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক, মোঃ আব্দুস সালাম বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, উত্তম কুমার মোদক আইন সম্পাদক, হেলাল উদ্দিন যুব ও ক্রীড়া সম্পাদক, মোঃ আব্দুল আলী মৎস ও পশু বিষয়ক সম্পাদক, হাজী মোঃ আব্দুল খালেক তথ্য ও গবেষণা সম্পাদক, রাজু আচার্য্য সমবায় ও কুটির শিল্প সম্পাদক, মোঃ আব্দুর রহিম মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, সঞ্জয় গোপ শ্রম ও কর্ম সংস্থাণ সম্পাদক, আতর আলী ভেষজ ও পরিকল্পনা সম্পাদক এছাড়া নির্বাহী সদস্যরা হলেন, যথাক্রমে প্রশান্ত কুমার ভৌমিক, মোঃ আরব আলী, আমিনুল হক, মোঃ হাবিবুর রহমান, আলামত মিয়া, মোঃ মাসুক মিয়া, শফিকুল ইসলাম।