Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলে ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে টেকাব প্রকল্পের আওতায় উপজেলার ৪০ জন বেকার যুবক যুবতীরদের মাঝে মোবাইল ভ্যানে ১ মাস ব্যাপী ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় উপজেলা যুব উন্নয়ন কর্মকতার কার্যালয়ের আয়োজনে উক্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন। বাহুবল অফিসার্স ক্লাবে উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হোসেন শাহ-এর সভাপতিত্বে ও ক্রেডিট সুপারভাইজার জহিরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ফখর উদ্দিন।
উপজেলার ৪০ জন বেকার যুবক-যুবতীদের থেকে ২০ জন করে ২টি ব্যাচে প্রশিক্ষণ প্রদান করা হবে।
উল্লেখ্য, হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের সংসদ সদস্য, যুব ও ক্রীড়া বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর প্রচেষ্টায় হবিগঞ্জ জেলার একমাত্র বাহুবল উপজেলায় এই প্রশিক্ষণ দেয়া হচ্ছে।