Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

যুক্তরাজ্য হবিগঞ্জ আওয়ামী পরিবারের সংবর্ধনা সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আপনাদের সহযোগিতা অপরিসীম

লন্ডন প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি এডঃ মোঃ আবু জাহির বলেছেন, বাংলাদেশের অনেক জেলায় মেডিকেল কলেজ নেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের মেডিকেল কলেজ দিয়েছেন। বলভদ্র নদীর উপর ব্রীজ নির্মান করেছি যার ফলে ঢাকা সিলেটের দুরত্ব অনেক কমে গেছে। হবিগঞ্জ ইন্ডাষ্ট্রীজ এলাকায় অনেক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। সেখানে হবিগঞ্জ জেলার প্রায় অর্ধলক্ষাধিক ছেলে-মেয়ের কর্মসংস্থান হয়েছে। হবিগঞ্জ বৃন্দাবন      সরকারী কলেজে কয়েকটি বিষয়ে অনার্স ও মাষ্টার্স কোর্স চালু করেছি, মহিলা হোষ্টেল স্থাপন করেছি, একাডেমিক ভবন নির্মাণ করেছি। জেলায় ৮টিরও বেশী কলেজ এবং কয়েকটি উচ্চ বিদ্যালয় প্রতিষ্টা করেছি, কয়েকটি স্কুলকে কলেজে রুপান্তরিত করেছি। শায়েস্থাগঞ্জকে উপজেলায় উন্নীত করেছি, চালু করেছি বাল্লা স্থলবন্দর। আমি আওয়ামীলীগের একজন কর্মী নেত্রী আমাকে নমিনেশন দিলে হবিগঞ্জে কৃষি বিশ্ববিদ্যালয় হবে এর প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। গত ২৯ জুলাই রবিবার ইংল্যান্ডের বার্মিংহামের বিয়া লাউঞ্চ হলে যুক্তরাজ্য হবিগঞ্জ আওয়ামী পরিবার আয়োজিত নাগরিক সংবর্ধনা ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এডঃ মোঃ আবু জাহির এমপি এসব কথা বলেন। অনুষ্টানে এডঃ সাইফুল ইসলাম বিপ্লব এর নেতৃত্বে বেশ কয়েকজন কমিউনিটি ব্যক্তিত্ব এডঃ আবু জাহির এমপির হাতে ফুল দিয়ে আওয়ামীলীগে যোগদান করেন।
তিনি বলেন আওয়ামীলীগ ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়। বৃটেন সহ কয়েকটি দেশ বাদে বিশ্বের অনেক দেশেই বিধবা ভাতা নেই। শেখ হাসিনার সরকার দেশে বিধবাভাতা, বয়স্কভাতা, মাতৃত্বকালীন ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা সহ শিক্ষার উন্নয়নে কাজ করছে। দেশে বেকার ভাতা চালু করা হবে। এই সরকার উন্নয়নে বিশ্বাসী। তিনি বলেন আমাদের সিলেট বিভাগে দুটি ইকনমিক জোন করে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একটি হবিগঞ্জে অন্যটি সিলেট বিভাগের মধ্যবর্তি শেরপুরে। তিনি দেশে প্রবাসীদের বিনিয়াগ করার আহবান জানান।
সাবেক ছাত্রনেতা যুক্তরাজ্য হবিগঞ্জ আওয়ামী পরিবারের সভাপতি সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে ও হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি যুক্তরাজ্য হবিগঞ্জ আওয়ামী পরিবারের সাধারণ সম্পাদক নুরুদ্দিন চৌধুরী বুলবুল এবং সাবেক ছাত্রনেতা এ রহমান অলি এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কানাডা আওয়ামীলীগ সভাপতি গোলাম মোঃ আহমদ মিয়া, যুক্তরাজ্য আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মিজবাহুর রহমান, বার্মিংহাম আওয়ামীলীগ সভাপতি কবির উদ্দিন, মিডল্যান্ড আওয়ামীলীগ সভাপতি হিফজুর রহমান খান, বার্মিংহাম আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী মাখন, মিডল্যান্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বেলাল, হবিগঞ্জ সোসাইটি ইউকের সভাপতি রানা মিয়া চৌধুরী, হবিগঞ্জ এলায়েন্স লুটনের সভাপতি ফজিলত আলী খান, গ্রেটার ম্যানচেস্টার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডঃ মীর গোলাম মোস্তফা, ষ্টক এন্ড ট্রেনট আওয়ামীলীগ জয়েন্ট সেক্রেটারি আবু ইউসুফ চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি ব্যারিস্টার এনামুল হক, গ্রেটার ম্যানচেস্টার আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন রুহুল।
বক্তব্য রাখেন হবিগঞ্জের সাবেক ছাত্র নেতাদের মধ্যে শহীদুল ইসলাম কুহিনুর, মির্জা আওলাদ বেগ, ফজলু মিয়া, তাহির আলী, জাকারিয়া চৌধুরী ফেরদৌস, জালাল উদ্দিন, তমিম চৌধুরী, আব্দুল মুকিত, ফারুক আহমেদ, দিপু শেখ, রহমত আলী, আফজাল বর চৌধুরী, সোহাগ রহমান, আব্দুল আহাদ সুমন, মোকাদ্দস আহমেদ শ্যামল, মাহমুদ আলী, মোস্তফা কামাল বাবলু, কমরেড মসহুদ আহমেদ, জাসদ নেতা এলাহী হক সেলু, কামাল আহমেদ, সোয়েজ আহমেদ, তরুনা বাহার হোসেন কলি, স্বপ্না বেগম, আবুল কাশেম চৌধুরী, মোহাম্মদ সুফিয়ান, আহছান মিয়া, এহতেশাম আহমেদ, গিয়াস উদ্দিন দুলাল, শাহ তোফায়েল, দেলোয়ার হোসেন চৌধুরী হিরু, মোতাব্বির আলী, আব্দুল আউয়াল দুদু, জালাল আহমেদ, সহিদুর রহমান, মামুন খান, খোকন রশিদ, খায়ের জামান জাহাঙ্গীর, সামসুদ্দিন চৌধুরী ফয়সল, আগুর মিয়া, শাহ সহিদ আলী প্রমুখ। হবিগঞ্জ সোসাইটি ইউকের সাধারণ সম্পাদক এম এ মোন্তাকিম সহ কমিউনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক বার্মিংহামবাসী উপস্থিত ছিলেন।