Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জেলা প্রশাসককে গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জের জেলা প্রশাসককে গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। সম্প্রতি ডিসি সম্মেলনে গ্রাম পুলিশ দফাদার ও মহল্লাদারদের বেতন ভাড়ানো, ভাতা বৃদ্ধি, বৈশাখী ভাতা, মহার্ঘ ভাতা ও ক্রান্তিকালীন ভাতাসহ অন্যান্য সুযোগ সুবিধা দেয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে জেলা প্রশাসক দাবি জানান। জেলা প্রশাসকগণের এই দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রাম পুলিশদের জীবনমান উন্নয়নের জন্য অচিরে দাবিগুলো বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেন। এদিকে জেলা প্রশাসকগণ গ্রাম পুলিশদের বিভিন্ন দাবি-দাবা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন হবিগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ’র সাথে গতকাল মঙ্গলবার মত বিনিময় করেন। এ সময় নেতৃবৃন্দ জেলা প্রশাসককে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন। এ সময় জেলা প্রশাসক কাছে বানিয়াচঙ্গ ও লাখাই উপজেলার গ্রাম পুলিশদের উৎসব ভাতা ও থানা হাজির ভাতার প্রদানের দাবি জানান। এছাড়াও গ্রাম পুলিশগণ বৈশাখী ভাতা পাওয়ার জন্য জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেন। জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ গ্রাম পুলিশদের অপরাধ দমনে পুলিশকে সহযোগিতা করার জন্য আহ্বান জানান এবং তাদের সকল প্রকার সহযোগিতা করার জন্য আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন হবিগঞ্জ জেলা সভাপতি শেখ মোঃ ইউনূছ মিয়া, সহ-সভাপতি ললিত মোহন বৈদ্য (মানিক), সাবেক সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মিয়া, জেলা সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, প্রচার সম্পাদক মোঃ আবিদ আলী, অর্থ সম্পাদক ইউসুফ আলী জিতু, মোছাঃ মহিলা সম্পাদিকা রাহেলা খাতুন, মাধবপুর উপজেলা সভাপতি জিয়া উদ্দিন, চুনারুঘাট থানার অন্তর তাতী, আজমিরীগঞ্জ উপজেলা সাধারণ ফারুক মিয়া, রইছ আলী, কৃষ্ণ লাল, এনা আক্তার, অসিম সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।