Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাংস বিক্রেতাদের সাথে পৌর মেয়রের মতবিনিময় ॥ মাংসের মূল্য পূনঃনির্ধারণ গরু ৪৭৫, খাসি ৭শ টাকা

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌর এলাকার মাংস বিক্রেতাদের সাথে মতবিনিময় সভা করেছেন মেয়র আলহাজ্ব জি, কে গউছ। রবিবার সকালে পৌরসভার সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তৃতায় মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেন, মাংস বিক্রয়ের ক্ষেত্রে পৌরসভার যথাযথ নিময়নীতি বজায় রেখে ব্যবসা পরিচালনা করা এবং এ ক্ষেত্রে শৃংখলা ও নিয়মানুবর্তিতা বজায় রাখতে যথাযথ সতর্কতা অবলম্বলন করতে হবে। পৌর নাগরিকদের স্বার্থে মাংস বিক্রয়ের ক্ষেত্রে সাইনবোর্ড ঝুলানো, সুস্থ পরিবেশ বজায় ও সর্বোপরি নির্ধারিত দরের বিনিময়ে মাংস বিক্রয় তথা ক্রেতাদের সেবা দেয়ার উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। সভায় পৌর এলাকার মাংস বিক্রেতাগন তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। সভায় মাংসের দর নির্ধারণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী পৌরসভা এলাকায় গরুর মাংস প্রতি কেজি ৪৭৫ টাকা, খাসির মাংস প্রতি কেজি ৭০০ টাকা, মহিষ প্রতি কেজি ৪০০ টাকা, ভেড়া প্রতিকেজি ৫৫০ টাকা ও ছাগল প্রতিকেজি ৫৫০ টাকা। সভায় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর গৌতম কুমার রায়, সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ওয়াহিদুল আলম, পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর অবনী কুমার দাস, লাইসেন্স পরিদর্শক সহিদুল ইসলাম প্রমুখ।