Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কীর্তিনারায়ন কলেজে নবীন বরণ

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কীর্তিনারায়ন কলেজে ২০১৮-১৯ শিক্ষা বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গত শনিবার কলেজ প্রাঙ্গণে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২নং বড় ভাকৈর (পূর্ব) ইউপি’র সাবেক চেয়ারম্যান মো. মেহের আলী মালদারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বর্তমান চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যথাক্রমে বিশিষ্ট সংগীত শিল্পী ও লেখিকা অনামিকা ত্রিপুরা, হবিগঞ্জের পুলিশ সুপার বিধান ত্রিপুরা (পিপিএম বার), সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল) পারভেজ আলম চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ ফয়জুর রব পনি। আরো বক্তব্য রাখেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস এম আতাউর রহমান, বাংলাদেশ শিক্ষক সমিতি নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী, যুবলীগ নবীগঞ্জ উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক লোকমান আহমেদ খান, বড় শাখোয়া স.প্রা.বি’র প্রধান শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতি নবীগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুবেল মিয়া। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউসিবি ব্যাংক নবীগঞ্জ শাখার ব্যবস্থাপক মুহিত রঞ্জন ভট্টাচার্য্য, নবীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রাকিব, ওয়াদুদ মিয়া, নবীগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, মৎসজীবিলীগ নবীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুনুক মিয়া, বিবিয়ানা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য সুষেন চন্দ্র দাশ, প্রধান শিক্ষক বিমল কান্তি দেব, সহকারী শিক্ষক আব্দুল কাদির, বিশ্ব কল্যাণ দাশ, কানু মনি সরকার, কীর্তিনারায়ন কলেজের প্রভাষক যথাক্রমে সাজ্জাদ আলী, সাহিদা বেগম, হিরণ মিয়া, ওয়াহিদা বিলকিছ, আব্দুল কাদির চৌধুরী, সঞ্জয় দাশ, স্বপ্না রানী দাশসহ অভিভাবক ও কলেজ শিক্ষার্থীবৃন্দ প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক টিটু দাশ। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কলেজ শিক্ষার্থীবৃন্দ ও চ্যানেল আই, সেভেন আপ, এনপিএল তারকা হাসান পারভেজ সোহাগ।