Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে প্রশাসনের হস্তক্ষেপে স্কুল ছাত্রীর বাল্য বিয়ে পন্ড

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার সৈয়দ সঈদউদ্দিন স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেনীর ছাত্রীর বিয়ে বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। রবিবার দুপুরে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ মোকলেছুর রহমানের নিদের্শে মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা এ বিয়ে বন্ধ করে দেয়। এ সময় বর পক্ষের লোকজন পালিয়ে যায়। জানা যায় উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের উত্তর শাহপুর গ্রামের মতুল আলীর মেয়ে সয়দ সঈদ উদ্দিন স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেনীর ছাত্রীর সঙ্গে সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার মাইজবাড়ী গ্রামের আবু তাহেরের ছেলে আলমগীরের বিয়ে ঠিক হয়। ওই ছাত্রীর সহপাটিরা ”৯৯৯” নাম্বারে কল করে বিয়ের বিষয়টি জানায়। পুলিশ সদর দপ্তর থেকে বাল্য বিয়ে বন্ধ করতে উপজেলা নিবার্হী কর্মকর্তাকে নিদের্শ প্রদান করেন। পরে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ মোকলেছুর রহমানের নিদের্শে মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা এ বিয়ে বন্ধ করে দেয়। মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা জানান-আমাদের উপস্থিতি টের পেয়ে বর পক্ষের লোকজন পালিয়ে যায়। ছাত্রীর অভিভাবক মুছেলেকা দেয় যে মেয়ের বযস ১৮ না হলে বিয়ে দিবে না।