Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চেয়ারম্যান ফজলুর রহমানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে যুবলীগের বিক্ষোভ মিছিল

প্রেস বিজ্ঞপ্তি ॥ ১৫নং পৈলারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান ফজলুর রহমান খান এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে জেলা যুবলীগের বিক্ষোভ মিছিল। হবিগঞ্জ জেলা যুবলীগের সহ-সভাপতি ও বানিয়াচং উপজেলার ১৫নং পৈলারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান ফজলুর রহমান খান এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে জেলা যুবলীগ বিক্ষোভ মিছিল করেছে। গতকাল সকাল ১২টায় স্থানীয় শিরিষতলা হতে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌধুরী বাজার নুরুল হেরা মসজিদের সামনে এক পথসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা যুবলীগের সহ-সভাপতি আব্দুর রউফ মাসুক। জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আহমেদ এর পরিচালনায় পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরী, জেলা যুবলীগের সহ-সভাপতি শওকত আকবর সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান শামীম, সাংগঠনিক সম্পাদক শেখ উম্মেদ আলী শামীম, শফিকুজ্জামান হিরাজ, তাজ উদ্দিন আহমেদ তাজ, ছাব্বির আহমেদ রনি, নবীগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক গুল আহমেদ কাজল, বানিয়াচং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন। এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সজল রায়, গৌতম রায়, মোতাহের হোসেন রিজু, এম এ হাকিম, শাহ আলম সিদ্দিকী, জাকারিয়া চৌধুরী, রুহুল আমিন সিজিল, শাহ দরাজ, সবুজ আহমেদ, আমির হোসেন, ফারুক আহমেদ, শান্তনু দাস অলক, ইমতিয়াজ জাহান শাওন, ইকবাল হোসেন খান, আবু সুফিয়ান, মোঃ ছায়েব আলী, শাহজাহান মিয়া, শাহিবুর রহমান, ফজল উদ্দিন তালুকদার, জাকির হোসেন, দেলোয়ার হোসেন খান, আবুল কাশেম রুবেল, রাহুল দাশ গুপ্ত, শিমুল আহমেদ প্রমুখ। বক্তরা বলেন সন্ত্রাসীদের কোন দল বা গোষ্ঠি হতে পারে না। সন্ত্রাসীরা যেই হোক তাদেরকে অবিলম্ভে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। অন্যথায় জেলা যুবলীগের নেতৃবৃন্দসহ হবিগঞ্জের জনগনকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন।