Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে নিউজ টুয়েন্টিফোর টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টার ॥ আরো বেশি করে সংবাদ প্রচার করে স্থানীয় সরকারে কার্যক্রমকে আরো উৎসাহিত করতে সাংবাদিকদের প্রতি আহবান জানিয়েছেন হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী। তিনি আরো বলেন, সামগ্রিকভাবে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে পারলে সকলের যে স্বপ্ন ক্ষুধামুক্ত দারিদ্র মুক্ত দেশ গঠন হবে। গতকাল শনিবার সকালে নিউজ টুয়েন্টি ফোর এর ৩য় বর্ষ পর্দাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন প্রধান অতিথি। নিউজ টুয়েন্টি ফোর টেলিভিশনের হবিগঞ্জ জেলা প্রতিনিধি শ্রীকান্ত গোপের উদ্যোগে ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও কালেরকন্ঠের জেলা প্রতিনিধি শাহ ফখরুজ্জামান এর পরিচালনায় হবিগঞ্জ প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্টা বার্ষিকী পালন করা হয়। আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন- হবিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেন। বিশেষ অতিথি ছিলেন-হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মনসুর উদ্দিন আহমদে ইকবাল, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জের জনতা এক্সপ্রেস পত্রিকার সম্পাদক মোঃ ফজলুর রহমান, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, দৈনিক দেশ জমিন সম্পাদক আলমগীর খান, হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট সুলতান মাহমুদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ ছানু মিয়া। এছাড়া উপস্থিত ছিলেন হবিগঞ্জ টিভি জার্নলিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি আবু ছালেহ নুরুজ্জামান চৌধুরী শওকত, দৈনিক আয়না সম্পাদক রাশেদ আহমদ খান, দৈনিক লোকালয় বার্তার সম্পাদক এমদাদুল ইসলাম সোহেল, যুগান্তর প্রতিনিধি এখলাছুর রহমান খোকন, দৈনিক খোয়াইর বার্তা সম্পাদক মঈন উদ্দিন, রিচি ইউনিয়ন পরিষদ সদস্য অলিউর রহমান, এশিয়ান টিভির এসএম সুরুজ আলী, এসএটিভির আব্দুর রউফ সেলিম, দৈনিক প্রভাকর এর সহযোগি সম্পাদক সহিবুর রহমান, চ্যানেল নাইনের সুকান্ত গোপ, বাংলানিউজ টুয়েন্টিফোর প্রতিনিধি বদরুল আলম, বিজয় টিভির মাসুক আহমেদ প্রমুখ।