Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে প্রধান শিক্ষক পদে ১৭৫ জনকে পদোন্নতি

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে ১৭৫ জনকে পদোন্নতি দেয়া হয়েছে। তারা বর্তমানে হবিগঞ্জের বিভিন্ন বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। উক্ত আদেশে বলা হয়েছে, হবিগঞ্জ জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শূন্য পদ রয়েছে ১৭৫টি। গত ২৩ ও ২৬ জুলাই চলতি দায়িত্বে প্রধান শিক্ষক পদে পদোন্নতি সংক্রান্ত আলাদা দুটি আদেশ জারি করে হয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এরই প্রেক্ষিতে তাদের প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে। প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি হয়েছে এর মধ্যে হবিগঞ্জ জেলার, হবিগঞ্জ জেলা সদর, আজমিরীগঞ্জ উপজেলা, চুনারুঘাট উপজেলা, বানিয়াচং উপজেলা এবং লাখাই উপজেলা। উল্লিখিত হবিগঞ্জ জেলা ও উল্লিখিত উপজেলায় মোট ১৭৫ জনকে পদোন্নতি প্রাপ্ত শিক্ষকদের নির্দেশনা জারির পঞ্চম কর্ম-দিবসের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে। এ বিষয়ে প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. এ এফ এম মনজুর কাদির বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শূন্য পদে প্রধান শিক্ষকের চলতি দায়িত্বে পদোন্নতি দেয়া হচ্ছে। গত ২৩ জুলাই হবিগঞ্জ এবং ২৬ জুলাই নড়াইলের মোট ৩১৭ শিক্ষককে প্রধান শিক্ষক পদে পদোন্নতি দেয়া হয়েছে। তিনি বলেন, ইতিমধ্যে ৩৪ জেলার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক শূন্য পদে চলতি দায়িত্বে বসানো হয়েছে। অন্যান্য জেলা থেকে শিক্ষকদের গ্রেডেশন তালিকা পেলে সেখানেও প্রধান শিক্ষকের শূন্য পদে সহকারী শিক্ষকদের চলতি দায়িত্বে বসানো হবে। উল্লেখ্য, গত ২৩ মে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী মোন্তফিজুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্য স্থানে জ্যেষ্ঠ সহকারী শিক্ষকদের দায়িত্ব দেয়ার ঘোষণা দেন। এরপর থেকে প্রধান শিক্ষক চলতি দায়িত্বে পদোন্নতি দেয়া হচ্ছে।