Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ফলাফল ঘোষণা করতে গরিমসি করায় উপজেলা পরিষদ ঘেরাও

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনী ফলাফল ঘোষনা করতে গরিমসি করায় শত শত লোকের তোপে মুখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল আলম। গতকাল রাত ১২ টার দিকে এঘটনা ঘটে। আসন্ন ৪র্থ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে গতকাল রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা চলে ভোট গ্রহণ। রাতে ৮টার মধ্যে প্রত্যেক কেন্দ্রের ফলাফল উপজেলা কন্ট্রোল রুমে এসে পৌছে। ফলাফল জানতে গভীর রাত পর্যন্ত অপেক্ষা করেন গণমাধ্যম কর্মী ও স্থানীয় জনতা। কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল আলম ফলাফল ঘোষণা করতে গরিমসি করতে থাকেন। এবং দেই দিচ্ছি বলে সময় ক্ষেপন করতে থাকেন। এ খবর সদর উপজেলার পইল, মাছুলিয়া, তেঘরিয়া, শায়েস্তানগর, বহুলা, ধুলিয়াখালসহ আশপাশের গ্রাম গুলোতে পৌছলে বিভিন্ন গ্রাম থেকে শত শত মানুষ উপজেলা পরিষদ ঘেরাও করে। নির্বাচনী ফলাফল ঘোষনার দাবীতে বিক্ষোভ করে। মুহুর্তেই এখবর ছড়িয়ে পড়ে শহর থেকে গ্রাম অন্তরে। সময়ের সাথে সাথে বাড়তে থাকে বিক্ষুদ্ধ জনতার সংখ্যা। পরে প্রাপ্ত ফলাফল ঘোষণা করলে পরিস্থিতি স্বাভাবিক হয়। খবর পেয়ে গণ্যমাধ্যকর্মীরা ঘটনাস্থলে পৌছলে তাদের সাথে দুর্ব্যবহার করেন সাইফুল আলম। এছাড়াও উত্তেজিত জনতার ছবি সংগ্রহের সময় জেলা জিটিভির প্রতিনিধি মোহাম্মদ নূর উদ্দিনের ক্যামেরা ছিনিয়ে নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল আলম। পরে জনতার তোপে মুখে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাত ১.৫ মিনিটের সময় ফলাফল ঘোষনা করেন। এ সময় উপজেলা সদরে উপস্থিত শত শত বিক্ষুব্ধ জনতাকে নিয়ন্ত্রণ করতে সৈয়দ আহমদুল হক বেরিয়ে এসে শান্ত করেন।