Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শায়েস্তাগঞ্জে শিশু ইতি হত্যাকাণ্ড রহস্য উদঘাটন হয়নি ॥ মামলা

শায়স্তোগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার বিরামচর গ্রাম থেকে বস্তাবন্দি ইতি আক্তার (৬) এর লাশ উদ্ধার ও হত্যার রহস্য উদঘাটন হয়নি। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
গতকাল শুক্রবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান।
এর আগে বৃহস্পতিবার (২৬ জুলাই) দিবাগত রাতে শায়েস্তাগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন নিহত শিশু ইতি আক্তারের বাবা শহীদ মিয়া।
এঘটনায় স্থানীয় মসজিদের ইমাম মাওলানা আব্দুল মতিন ও মোয়াজ্জিন আব্দুল আহাদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে বিরামচর গ্রামের বাবরু মিয়া (৩০) নামে এক যুবককে আটক করে পুলিশ। দিনভর জিজ্ঞাসাবাদ করে এঘটনার সাথে জড়িত না থানায় মসজিদের ইমাম মাওলানা আব্দুল আহাদকে ছেড়ে দিলেও মোয়াজ্জিনকে সন্দেহভাজন হিসেবে আটক রাখা হয়েছে। তবে বাবরু মিয়াকে শুক্রবার বিকাল সাড়ে ৪টায় আদালতে প্রেরণ করা হয়। জেলার অতিক্তির পুলিশ সুপার রবিউল ইসলাম বলেন, অজ্ঞাতব্যক্তিদের আসামী করে নিহত শিশুর পিতা শহীদ বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
পুলিশ মামলাটি আমলে নিয়ে এসআই রাজিবুল ইসলামকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বিরামচর গ্রামের সাহেববাড়ী মসজিদের পাশের ধান ক্ষেত থেকে ইতি আক্তারের লাশটি উদ্ধার করা হয়। এর আগে বুধবার (২৫ জুলাই) সকালে স্থানীয় মসজিদের মক্তবে গেলে আর বাড়ি ফিরেনি। পরে তার পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয় এবং এলাকায় নিখোঁজ মর্মে মাইকিং করা হয়।