Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

২০১৪ সাল আর ২০১৮ সাল এক নয়-জিকে গউছ

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন-২০১৪ সাল আর ২০১৮ সাল এক নয়। ২০১৪ সালের ৫ জানুয়ারীর মত আরেকটি পাতানো নির্বাচন বাংলাদেশে হবে না। সহায়ক সরকারের অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর সেই নির্বাচনের পূর্বেই গণআন্দোলনের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে। এ জন্য সকল পর্যায়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে আন্দোলনের প্রস্তুতি নিতে হবে। দলকে সংগঠিত করতে হবে, কেন্দ্র থেকে ঘোষণা আসলেই সকলকে রাজপথে ঝাপিয়ে পড়তে হবে। ফ্যাসিষ্ট আওয়ামীলীগ দেশে যে লুটপাটের রাজত্ব কায়েম করেছে তা জনগনের নিকট তুলে ধরতে হবে।
তিনি গতকাল বৃহস্পতিবার বিকালে হবিগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জেলা তাঁতীদলের সাবেক সভাপতি এডভোকেট কামরুল হাসান চৌধুরীর সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক সৈয়দ মুশফিক আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট হাজী নুরুল ইসলাম, হবিগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক আবুল হাশিম, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান কাজল, জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান আউয়াল, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম নানু, যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন বাচ্চু ও মুজিবুর রহমান, জেলা জাসাসের সাবেক সভাপতি শাহ আলম চৌধুরী মিন্টু, জেলা জাসাসের সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুর রহমান সিতু, জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক দেওয়ান ফুয়াদ হাসান, জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরান, সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী, মর্তুজা আহমেদ রিপন, মামুনুর রশিদ খান, সৈয়দ বেলাল, সৈয়দ রুহেব হোসেন, শাহ আঙ্গুর আলী, আব্দুস সামাদ, আল আমিন তালুকদার, শাহ মোস্তাফিজুর রহমান রাসেল, মোজাম্মেল হক নাহিদ, আনোয়ার সাদি প্রমুখ।
সম্মেলনে লুৎফুর রহমানকে সভাপতি, রুহুল আমিনকে সাধারণ সম্পাদক ও ছুরত আলীকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট ৬নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠন করা হয়।