Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জগতপুরে ডিবি পুলিশের সাড়াশি অভিযান ॥ ৩টি বন্দুক ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরীর সরঞ্জাম উদ্ধার ॥ গ্রেপ্তার ১

আজিজুল ইসলাম সজীব ॥ হবিগঞ্জ সদর উপজেলার জগতপুর গ্রামে অভিযান চালিয়ে ৩টি আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদী উদ্ধার করেছে ডিবি পুলিশ। এ সময় শামীম মিয়া (৩৭)কে গ্রেফতার করা হয়েছে। শামীম জগতপুর গ্রামের মৃত আব্দুল হাইর পুত্র। উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জাদীর মধ্যে রয়েছে- ৩টি চায়না বন্দুক, ৬টি চায়না স্টিকার, ৫টি কাস্টার, ৯টি স্লিপার, ৩টি বাটি, ৭টি ব্যারেল ও ৫টি পাইপ গান তৈরীর পাইপ। এ ব্যাপারে ডিবির এসআই দেবাশীষ বাদী হয়ে হবিগঞ্জ সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন।
ডিবি সূত্রে জানা যায়, গোপন সয়বাদের ডিবির অফিসার ইনচার্জ মোঃ শাহ আলমের নেতৃত্বে এসআই আব্দুল করিম ও দেবাশীষ তালুকদারসহ একদল ডিবি পুলিশের সদস্য গতকাল বুধবার বিকেলে জগতপুরে শামীমের বাড়িতে অভিযান চালায়। এ সময় শামীমের ঘরের খাটের নীচ ও সানশীটের উপর রক্ষিত উল্লেখিত অস্ত্র ও অস্ত্র তৈরির সঞ্জামাদী উদ্ধার করেন। এ সময় পুলিশ শামীম মিয়াকে গ্রেফতার করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত শামীমকে জিজ্ঞাসাবাদ চলছি। পুলিশ তার নিকট থেকে অস্ত্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে। প্রাপ্ত তথ্য যাচাই বাচাই করে পুলিশ এগুবে।
ডিবি পুলিশ আরো জানায়, গ্রেফতারকৃত শামীমের বড় ভাই নোমান ২০১২ সালে অস্ত্রসহ ডিবি পুলিশের হাতে আটক হয়েছিল।