Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে জাপার নেতার বিরুদ্ধে মামলা দায়ের

স্টাফ রিপোর্টার ॥ ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ময়মনসিংহ সদর উপজেলা জাপা নেতা ও ব্যবসায়ী মোঃ শহিদুল ইসলামের বিরুদ্ধে হবিগঞ্জের যুগ্ম দায়রা জজ আদালতে মামলা দায়ের করা হয়েছে। সম্প্রতি এ মামলাটি দায়ের করেন হবিগঞ্জের লাখাইয়ের মুড়াকুড়ি গ্রামের বাসিন্দা সুটকী ব্যবসায়ী মনীন্দ্র চন্দ্র দাস। মামলায় তিনি উল্লেখ্য করেন ময়মনসিংহ সদরের চুড়খাই বাজারের পাইকারী সুটকীর ব্যবসায়ী, রূপালী পোল্ট্রি এন্ড ফিস ফিড লিঃ এর পরিচালক জাপা নেতা মোঃ শহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে সুটকীর ব্যবসা করে আসছেন। এর মধ্যে তিনি শহিদুলের কাছে ১২ লাখ টাকা সুটকী বাকিতে দেন। পরবর্তীতে টাকা চাইলে তিনি এক্সপোর্ট ব্যাংক ময়মনসিংহ শাখার একটি ১২ লাখ টাকা চেক প্রদান করেন। তিনি সংশ্লিষ্ট ব্যাংকে গিয়ে চেক জমা দিয়ে দেখেন কোন টাকা নেই। পরে তিনি শহিদুল ইসলামকে এ বিষয়টি জানিয়ে টাকা ফেরত চাইলে তিনি দেই দিচ্ছি বলে সময় কর্তন করেন। সর্বশেষ তিনি যুগ্ম দায়রা জজ ২য় আদালতে চেক ডিসঅনার মামলা দায়ের করেন। মামলাটি যুগ্ম দায়রা জজ ২য় আদালতের ম্যাজিস্ট্রেট কাজী মিজানুর রহমান আমলে তিনি আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করা হয়। ব্যাপারে জাপা নেতা শহিদুল ইসলাম এর (০১৯১৩৮৭১৮৫০) ও ০১৭৭০২৭২৩৩১ নাম্বারে ফোন দিয়ে পাওয়া যায়নি। এ ব্যাপারে আসামী পক্ষের আইনজীবি মোজাম্মেল হক জানান, ব্যবসায়ী মনীন্দ্র চন্দ দাসের সাথে প্রতারণার মাধ্যমে শহিদুল ইসলাম ১২ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। অবিলম্বে তাকে গ্রেফতারের জন্য জোর দাবি জানাচ্ছি।’