Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলে চোরাই গরুসহ পিকআপ আটক

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে চোরাই দুইটি গরুসহ পিকআপ আটক করেছে স্থানীয় জনতা। গাড়ির চাকা সড়কের কাদামাখা গর্তে আটকে যাওয়ায় ভাগ্যক্রমে গরু ও পিকআপ আটক করা হয়। গতকাল ভোরে পুটিজুরি ইউনিয়নের লামা পুটিজুরী (পাল বাড়ী) গ্রামের শংকর পালের বাড়ির সন্নিকটে সড়ক থেকে চোরাই গরু ও পিক আপটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত গভীর রাতে পুটিজুরী ইউনিয়নের বাঘেরখাল গ্রামের জব্বার মিয়ার একটি ও আসবার উদ্দিনের একটি গাভী চুরি করে পিকআপে (ঢাকা-মেট্রো-ন-১১-৩৯৩৭) তুলে চোরেরা রওয়ানা দেয়। লামা পুটিজুরী (পাল বাড়ী) গ্রামের শংকর পালের বাড়ির সন্নিকটে পৌছুলে পিকআপ এর একটি চাকা সড়কের কর্দমাক্ত গর্তে আটকা পড়ে। চেষ্টা করেও গাড়িটি গর্ত থেকে তুলতে না পেরে চোরেরা পিকআপ ও গরুগুলো রেখে পালিয়ে যায়। ভোরে স্থানীয় লোকজন দেখতে পেয়ে পুটিজুরী ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন তারা মিয়াকে জানান। তিনি লোক মারফতে চোরাই গরু ও পিকআপটি উদ্ধার করে ইউপি অফিসে নিয়ে আসেন। এ রিপোর্ট লিখা পর্যন্ত আটক পিকআপটি বর্তমানে পুটিজুরী ইউপি আফিসে চেয়ারম্যান শামছুদ্দিন আহমেদ তারা মিয়ার জিম্মায় রয়েছে।
স্থানীয়রা জানান, সপ্তাহ খানেক পূর্বে মীরের পাড়া গ্রামের ইসহাক উল্লার ২ টি গাভী ও একটি ষাড় চুরি হয়। যা আজও সন্ধান পাওয়া যায় নাই। ধারনা করা হচ্ছে, এলাকারই একটি চক্র ওই চোরাই সিন্ডিকেটের সাথে জড়িত রয়েছে, এবং এদের মাধ্যমেই এলাকায় চুরি ডাকাতি সংঘটিত হচ্ছে। আটক পিকআপটির চালককে পাওয়া গেলে চোর চক্রের সদস্যদের সনাক্ত করা যাবে বলে স্থানীয়রা মনে করেন।