Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শ্যামলী এলাকার হোসনা শিকদারের বিরুদ্ধে পূবালী ব্যাংকের মামলা

স্টাফ রিপোর্টার ॥ ঋনের টাকা পরিশোধ না করায় হবিগঞ্জ শহরের শ্যামলী আবাসিক এলাকায় বসবাসরত জাকিয়া আবেদীন সিকদার ওরফে হোসনার বিরুদ্ধে আদালতে মামলা করেছে পূবালী ব্যাংক। শহরের টাউন মসজিদ শাখার পক্ষে অফিসার সন্জয় কৈরী সম্প্রতি বাদী হয়ে বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট (আমল আদালত-১) এ মামলাটি দায়ের করেন। মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, হবিগঞ্জ শহরের ইনাতাবাদ এলাকার বাসিন্দা (বর্তমান ঠিকানা-শ্যামলী আ/এ) জনৈক জহুর আলী সিকদারের মেয়ে ও শ্যামলী আবাসিক এলাকার বাসিন্দা এ কে এম জাহাঙ্গীর আলম খানের স্ত্রী জাকিয়া আবেদীন সিকদার হোসনা তার আবেদনক্রমে ওই ব্যাংক থেকে ‘মেসার্স এইচ ওয়াই ফরেন’ ফার্নিচার এর নামে সর্বমোট ৩ লাখ টাকা প্রদেয় চেক মারফত উত্তোলন করেন। পরবর্তীতে হোসনা ২১ কিস্তির টাকা সংশ্লিষ্ট ব্যাংকে পরিশোধের পর সকল প্রকার যোগাযোগ বন্ধ করে দেন। ফলে বাকী কিস্তির টাকা (মাসিক কিস্তির সুদ সহ ১,৫৯,৮১৭) পেতে হোসনাকে নোটিশ প্রদান সহ পূর্বেকার ঋণচুক্তি অকার্যকর ঘোষনা করেন ব্যাংক কর্তপক্ষ। এসময় সংশ্লিষ্ট ব্যাংক শাখায় ওই অবশিষ্ট টাকা পরিশোধকল্পে দেয়া হোসনার দেয়া একটি চেক (চলতি হিসাব নং-১০৮৩-৪/ সিএ-২৫/ই নং-২৪৯০৫০০ তাং-১১/১২/২০১৩ইং) অপর্যাপ্ত তহবিলের কারনে ডিসঅনার হয়। ফলে ব্যাংক কর্তৃপক্ষ হোসনাকে এই টাকা পরিশোধের জন্য লিগ্যাল নোটিশও প্রদান করেন। কিন্তু পিয়ন হোসনাকে বাসায় না পেয়ে নোটিশটি প্রেরকের নিকট ফেরত পাঠান। এমতাবস্থায় বেঁেধ দেয়া ৩০ দিনের মধ্যে ওই টাকা পরিশোধ না করায় ব্যাংক কর্তৃপক্ষ হোসনাকে আসামী করে এই মামলা দায়ের করেন। মামলায় হোসনার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে গ্রেফতারী পরোয়ানা ইস্যুর জন্য প্রার্থনা করেছেন বাদী।