Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে মক্তব পড়া শেষে বাড়ি ফেরা হলনা রাহেলা আক্তার ঝুমার

আবল হোসেন সবুজ, মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে মক্তব পড়া শেষে বাড়ি ফেরা হলনা রাহেলা আক্তার ঝুমা (৭) নামে এক শিশু কন্যার। সকাল ৮ টায় দক্ষিণ কুটানিয়া মক্তব ছুটির পর উত্তর কুটানিয়া বাড়ি পেরার পথে নৌকা যোগে সোনাই নদী পারাপারের সময় কুটানিয়া এলাকায় নৌকা ড়-বির ঘটনা ঘটে। এ সময় জুমা সহ প্রায় ১০ জন মক্তব পড়ুয়া শিশু সোনাই নদীতে তলিয়ে যায়। স্থানীয় লোকজন অন্যদের উদ্ধার করলেও জুমাকে খুঁজে পায়নি তারা। রাত ৮টা পর্যন্ত জুমার কোন সন্ধান পাওয়া যায়নি। স্থানীয়দের ধারনা এত সময় পর জুমা জীবিত থাকার কোন সম্ভাবনা নাই। জুমা তেলিয়াপাড়া গ্রামের বাদশা মিয়ার কন্যা। জানা যায় কুটানিয়া গ্রামের আবুল খায়েরের মেয়ে সামসুন্নাহারকে প্রায় ১০ বছর পূর্বে বাদশা মিয়ার সাথে বিয়ে দেয়া হয়। বিয়ের প্রায় ৩ বছর পর জুমার জন্ম হয়। সামসুন্নাহার ও বাদশা মধ্যে বনিবনা না হওয়ায় ৩ বছর পুর্বে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। এর পর থেকে সামসুন্নাহার জুমাকে নিয়ে তার বাবার বাড়িতে বসবাস করতে থাকে। গত প্রায় ২ বছর পুর্বে সামসুন্নাহার জীবিকার তাগিদে বিদেশে চলে গেলে জুমা তার নানার বাড়িতে থেকে দক্ষিণ কুটানিয়া মক্তবে এবং দিঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেনীতে লেখাপড়া করত।