Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

খোয়াই নদীর বাঁধ ও ব্রীজ রক্ষা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হকের সভাপতিত্বে খোয়াই নদীর বাঁধ ও ব্রীজ রক্ষা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। গতকাল উপজেলা পরিষদ কক্ষে অনুষ্ঠিত সভায় খোয়াই নদীতে অবৈধ ও অনিয়ন্ত্রিত বালু উত্তোলনের ক্ষতিকারক দিক সমূহ সম্বন্ধে সাধারণ জনগনের মাঝে ব্যাপক সচেতনতা সৃষ্টির আহবান জানানো হয়। এ লক্ষ্যে নদীর উভয় তীরবর্তী জনগনের সমন্বয়ে আঞ্চলিক কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী দিনসমূহে আঞ্চলিক কমিটি সমূহের মাধ্যমে লিফলেটিং, পোস্টারিং সহ অন্যান্য উপায়ে ব্যাপক প্রচারনা চালানো হবে। সভায় আনিবার্য কারণে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আগামী ২৯ জুলাইয়ের আহুত মহাসমাবেশ স্থগিত ঘোষনা করা হয় এবং এমপি ও জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ পূর্বক পরবর্তী কর্মসূচি দেয়া হবে।
সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আওয়াল, মোঃ শামিম আহমেদ, মিসবাহুল বারী লিটন, লিয়াকত আলী, হাজী আম্বর আলী, সিরাজ চৌধুরী, মোঃ শাহ আলম, হাফিজ আব্দুর রহমান, রমিজ আলী, মোঃ আবু তাহের, মুক্তার মিয়া, মানিক মেম্বার প্রমুখ।