Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জ কলেজের অধ্যক্ষের উপর হামলার প্রতিবাদে মতবিনিময় সভা

নবীগঞ্জ কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম হোসেন আজাদ এর উপর বখাটে দিপন আহমেদ মুন্নার সন্ত্রাসী হামলার প্রতিবাদে গতকাল নবীগঞ্জ কলেজের মারুফ-এনায়েত অডিটোরিয়ামে নবীগঞ্জ উপজেলার সকল স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের সমন্বয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এবং প্রভাষক মোঃ রেজাউল আলম এর সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নবীগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম হোসেন আজাদ, ইনাতগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. সঞ্জিত সেন রায়, সৈয়দপুর ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলী আক্কাছ মোল্লা, মোস্তফাপুর আলীম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আব্দুন নুর, তাহিরপুর মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আফজাল হোসেন তালুকদার, নহরপুর দাখিল মাদ্রাসার সুপার আব্দুস সালাম, দারুল হিকমাহ দাখিল মাদ্রাসার সুপার লুৎফুর রহমান, আউশকান্দি র.প. উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক হাফিজুর রহমান মোল্লা, ইনাতগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আজিজুল হক, প্রভাষক মুজতাহিদ উদ্দিন, আইডিয়াল উইমেন্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নজির মিয়া, নবীগঞ্জ কলেজের শিক্ষক পরিষদের সেক্রেটারী প্রভাষক ফজলে এলাহী মোঃ ফরহাদ, নবীগঞ্জ জে.কে. মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম, হিরা মিয়া গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক ও মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি এ.টি.এম বশির আহম্মদ, ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুল আলম, নাদামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ রঞ্জন দাশ, ঘোলডুবা এম.সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল উদ্দিন, হাজী আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রিয়াজুল করিম চৌধুরী, হোমল্যান্ড আইডিয়াল স্কুলের শিক্ষক সাইফুল ইসলাম, সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি রাহেলা খানম, সাধারণ সম্পাদক বিপুল চন্দ্র দেব, গন্ধ্যা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনা আক্তার পান্না সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষকবৃন্দ। সভায় নবীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে প্রতিনিধিত্ব করেন।
সভায় আগামী ২৮ জুলাই শনিবার নবীগঞ্জ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলার প্রতিবাদে শিক্ষকদের কালো ব্যাজ ধারণ ও ৩০ জুলাই সোমবার নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মুখে ছাত্র-ছাত্রীদের নিয়ে মানববন্ধন এবং ২ আগস্ট বৃহস্পতিবার উপজেলা পরিষদের সম্মুখে বখাটে মুন্নার দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সকল শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে সকাল ১১:৩০ ঘটিকা থেকে ১২:০০ ঘটিকা পর্যন্ত মানববন্ধন করার সিদ্ধান্ত গৃহীত হয় এবং পরবর্তী পদক্ষেপ এর জন্য বেলা ১২:৩০ ঘটিকার সময় নবীগঞ্জ কলেজে আবারও মতবিনিময় সভায় মিলিত হয়ে সম্মিলিত শিক্ষক ফোরাম গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।-বিজ্ঞপ্তি