Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে শত ভাগ বিদ্যুৎ সংযোগে অনিয়মের অভিযোগ

আবল হোসেন সবুজ, মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলাকে ডিসেম্বরের মধ্যে প্রতিটি পরিবারে শতভাগ বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য কাজ চলছে সর্বত্র। বিদ্যুৎ বিভাগ ও ঠিকাদার লোকজন খুঁটি বসানো, তার টানা সহ বিদ্যুৎ সংযোগের জন্য কাজ করে যাচ্ছেন। সম্পূর্ণ সরকারি খরচে বিদ্যুৎ সংযোগের কর্মসূচিতে একশ্রেণীর দালাল ও ঠিকাদার ও বিদ্যুৎ বিভাগের কতিপয় লোকজন গ্রামাঞ্চলের সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্ন ভাবে প্রতারণা করে টাকা হাতিয়ে নিচ্ছে। স্থানীয় লোকজনের অভিযোগ বিদ্যুৎ বিহীন গ্রামে প্রথমে পল্লী বিদ্যুতের লোকজন সমীক্ষা জরীপ করে লোকজনদের তালিকা প্রস্তুত করেন। ওই তালিকা অনুযায়ী টেন্ডার হয়। ঠিকাদারের লোকজন খুঁটি সহ তার টানার কাজ যথাসময়ে করার নিয়ম থাকলেও ঠিকাদার খুঁটি ফেলে রাখে। পরে এক শ্রেণীর দালাল খুঁটি পরিবহন তার টানা এবং দ্রুত বিদ্যুৎ সংযোগের কথা বলে প্রতি পরিবার থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। এতে সরকারের ভাবমুর্তি সাধারণ মানুষের কাছে নষ্ট হচ্ছে। মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামের ২৬টি পরিবার বিদ্যুৎ সংযোগের প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত হয়। যথারীতি খুঁটি সহ অন্যান্য সরঞ্জাম যাওয়ার পর ওই এলাকার জামালপুর গ্রামের মোঃ আব্দুল জব্বার নামে জনৈক ব্যক্তি বিদ্যুৎ বিভাগের আব্দুল সালাম নামে এক পরিদর্শকের নাম ভাঙ্গিয়ে প্রতি পরিবার থেকে ১০ হাজার টাকা করে ২ লক্ষ ৬০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। এ ব্যাপারে ওই গ্রামের প্রকল্পভুক্ত গ্রাহক তৈয়ব আলী বাদী হয়ে অনিয়মের বিরুদ্ধে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ নোয়াপাড়া আঞ্চলিক কার্যালয়ের পরিদর্শক আব্দুস সালাম এ অভিযোগ প্রসঙ্গে বলেন এই অভিযোগটি তার কাছে রহস্যজনক বলে মনে হচ্ছে। তিনি এ অভিযোগের সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। আঞ্চলিক কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম রেজাউল করিম জানান, এ ধরনের অনিয়মের সঙ্গে কেউ জড়িত থাকলে তদন্ত প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোকলেছুর রহমান অভিযোগ প্রসঙ্গে বলেন তদন্তে অভিযোগ সত্য প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ অভিযোগ চৌমুহনী, ধর্মঘর, বহরা, আদাঐর শাহজাহানপুর, আন্দিউড়া সহ উপজেলার প্রতিটি ইউনিয়নের নতুন বিদ্যুতায়তি প্রতিটি গ্রামেই লক্ষ করা যাচ্ছে।