Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জ ডিগ্রী কলেজ অধ্যক্ষকে ছুরিকাঘাতকারী মুন্না কারাগারে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ গোলাম হোসেন আজাদ ও কলেজ দপ্তরী ফয়জুর রহমানকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাতকারী বখাটে দীপক আহমদ মুন্না’কে কারাগারে প্রেরণ করেছেন বিজ্ঞ আদালত। সন্ত্রাসী মুন্না গতকাল রবিবার হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমল আদালত-৫ এ আত্মসর্মপন করলে বিজ্ঞ বিচারক তৌহিদুল ইসলাম তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
এদিকে এ ঘটনায় আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা মুন্নার দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেন এবং তার শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন। ঘটনার প্রতিবাদে আজ সোমবার কলেজ ক্যাম্পাসে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্টানের প্রধানদের সাথে বৈঠক করবেন নবীগঞ্জ ডিগ্রী কলেজের শিক্ষকরা। বৈঠক থেকে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে বলে সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, গত ১৬ জুন বহিরাগত বখাটে দীপন আহমদ মুন্না কলেজ ক্যাম্পাসে গিয়ে জনৈক ছাত্রীকে জোরপূর্বক মোবাইলে সেলফি তোলে। এ ঘটনায় কলেজ অধ্যক্ষ ক্ষুব্ধ হন। পরে মুন্নার পরিবার ওই ছাত্রীর বাড়ি গিয়ে বিষয়টি সমাধান দিয়ে অধ্যক্ষ’কে জানিয়ে গেলে তিনি সন্তোষ প্রকাশ করে। পরদিন ১৭ জুন মঙ্গলবার সকাল ১১ টার দিকে পৌর এলাকার মদনপুর গ্রামের নুরুজ্জামান ফারুকীর বখাটে ছেলে মুন্না প্রাণে হত্যার উদ্দ্যেশে কলেজ ক্যাম্পাসে ঢুকে দু’তলায় বঙ্গবন্ধু আইসিটি হলে পরীক্ষা পরিদর্শনকালে ডেকে বের করে হলের সামনে নবীগঞ্জ বিশ^বিদ্যালয় কলেজের অধ্যক্ষ গোলাম হোসেন আজাদ’কে ছুরিকাঘাত করে। এ সময় অধ্যক্ষকে বাচাঁতে গিয়ে ছুরিকাঘাতে আহত হন কলেজ দপ্তরী ফয়জুর রহমান। ঘটনার প্রেক্ষিতে ছাত্র-ছাত্রীরা হল থেকে বের হওয়ার সময় জনৈক ছাত্রী আহত হয়। ঘটনার পরপরই বিক্ষোভ মিছিল বের করে শিক্ষর্থী ও শিক্ষকরা। এক পর্যায়ে রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করে ক্ষুব্ধ শিক্ষার্থীরা।