Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মিরপুরে স্বামী বিবেকানন্দ বৃত্তি প্রদান

SONY DSC

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাহুবলের মিরপুরে বিবেকানন্দ স্টাডি এন্ড ফিলেনত্রফিক সেন্টার অব ইউএসএ এর উদ্যোগে স্বামী বিবেকানন্দ বৃত্তি প্রদান করা হয়েছে। রথযাত্রা মহোৎসব উপলক্ষে গতকাল শনিবার দুপুরে মিরপুরের পশ্চিম রূপশংকর এলাকাস্থ আমোদিনী ভিলায় রামকৃষ্ণ মিশন ও আশ্রম হবিগঞ্জ এবং রামকৃষ্ণ সেবা সংঘ বাহুবলের আয়োজনে এই বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামকৃষ্ণ সেবা আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বেদনায়নন্দজী মহারাজ। উপজেলা রামকৃষ্ণ সেবা সংঘের সভাপতি রনধীর চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিরঞ্জন সাহা নিরুর পরিচালনায় বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুর রব, আদর্শ বিদ্যা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক মিয়া, ভূলকুট শচীন্দ্র ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক প্রমুধ শাহজী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হবিগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক অশোক কুমার রায় মঙ্গল, রাধা গোবিন্দ মন্দিরের সভাপতি বাবু করুনা রঞ্জন পাল, সাবেক শিক্ষক হরেন্দ্র কুমার দাস, রামকৃষ্ণ আশ্রমের সদস্য সন্তোষ কুমার রায়, বাহুবল পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি িিতন্দ্র দেব, সাধারণ সম্পাদক বাবু নিখিল সাহা, স্নানঘাট ইউপি সদস্য ও ইউনিয়নের পূজা পরিষদের সভাপতি বিকাশ দাস। অনুষ্ঠানে বাহুবল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৯ ছাত্রছাত্রীকে ২ হাজার করে টাকা ও ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও রাধা গোবিন্দ মন্দির (লামা পুটিজুরি) নিত্য সেবা পূজার জন্য বিবেকানন্দ পরিষদের পক্ষ থেকে নগদ ১ লাখ টাকা অনুদান দেওয়া হয়। টাকা গ্রহণ করেন মন্দিরের সভাপতি করুণা রঞ্জন পাল। প্রসঙ্গত-আজ রবিবার উল্টো রথযাত্রা কুমুদিনী ভিলা থেকে শুরু হবে।