Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গের হাওরে মোবাইল কোর্ট ॥ ১৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৪টি কাঁথাজাল জব্ধ

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ১৫ হাজার মিটার কারেন্ট জাল ও চারটি কাঁথাজাল জব্দ করা হয়। উদ্ধারকৃত জালসমূহ সবার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গতকাল এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় বানিয়াচং এর উদ্যোগে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহম্মেদ আখঞ্জী নেতৃত্বে রতœা বাজার নৌকাঘাট হতে এবং তৎসংলগ্ন হাওয়র সমূহে প্রোটেকশন অ্যান্ড কনসারভেশন অফ ফিশ এ্যাক্ট ১৯৫০ অনুযায়ী এ মোবাইল কোর্ট পরিচালনা করে ১৫ হাজার মিটার কারেন্ট জাল ও চারটি কাঁথাজাল জব্দ করা হয়। পরে উদ্ধারকৃত জালসমূহ জন সম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। মোবাইল কোর্ট এর সার্বিক তত্ত্বাধানে থাকা বানিয়াচং উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রশীদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান, মা মাছ ও পোনা মাছ নিধনকারীদের বিরুদ্ধে প্রতিনিয়তই এ অভিযান পরিচালনা করা হবে।