Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জেলা শিল্পকলা একাডেমিতে দু’দিন ব্যাপী সাংস্কৃতিক উৎসব শুরু আজ

স্টাফ রিপোর্টার ॥ দেশব্যাপী সাংস্কৃতিক উৎসবের অংশ হিসেবে হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে দু’দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব শুরু হচ্ছে আজ শুক্রবার (২০ জুলাই)। এ উৎসবে স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন, নৃত্য, অভিনয় ও কবিতা আবৃত্তি করবেন।
আজ বিকেল ৫টায় আলোচনা সভার মধ্য দিয়ে শহরের রাজনগরস্থ জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে উৎসবের পর্দা উঠবে। সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে রবীন্দ্র, নজরুল, দেশাত্মবোধক ও আধুনিক সংগীত পরিবেশন এবং একক অভিনয়ে অংশ নেবেন স্থানীয় শিল্পীরা।
আগামীকাল শনিবার (২১ জুলাই) সমাপন দিনে পল্লীগীতি, লালনগীতি, লোকগীতি/আঞ্চলিক গান, জারিসারি ও মুর্শিদী গান পরিবেশন করা হবে। দু’দিনব্যাপী এ সাংস্কৃতিক উৎসব উপভোগের জন্য সকলকে অনুরোধ জানিয়েছেন সহকারী কমিশনার ও জেলা কালচারাল অফিসার (ভারপ্রাপ্ত) জান্নাত আরা লিসা।