Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলে ২টি জিপিএ-৫ সহ পাসের হার ৪৪.৫১%বাহুবল

প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার তিনটি কলেজে এইএসসিতে পাসের হার ৪৪.৫১%। পুরো উপজেলায় জিপিএ-৫ পেয়েছে ২ জন শিক্ষার্থী। তিন কলেজে ১ হাজার ১শ ৫৭ জন পরীক্ষায় অংশ গ্রহন করে কৃতকার্য হয়েছে ৫শত ১৫ জন। এদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় পাশের হার ৩৩.৩৩। বাহুবল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফ হোসেন জানান, বাহুবল কলেজে ৩শ ৫২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ২শ ৯ জন কৃতকার্য হয়েছে। তন্মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ জন। এ কলেজের পাসের হার ৫৯.৪০%। বাহুবল উপজেলার আলিফ সোবহান চৌধুরী কলেজে ৭শত ৩৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ২শ ৮৬ জন কৃতকার্য হয়েছে। তন্মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ জন। এ কলেজের পাসের হার ৩৯.০২%। মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে ৭২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ২০ জন কৃতকার্য হয়েছে। এ কলেজের পাসের হার ২৭.৭৮%। এদিকে দ্বিমুড়া রাহমানিয়া ফাজিল মাদ্রাসা থেকে ৩০ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ১০ জন কৃতকার্য হয়েছে। এ মাদ্রাসার পাসের হার ৩৩.৩৩%।