Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে জাতীয় শোক দিবস আয়োজনে ব্যাপক প্রস্তুতি

স্টাফ রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে হবিগঞ্জের জেলা প্রশাসন। এ উপলক্ষে গতকাল বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদের সভাপতিত্বে ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সফিউল আলম এর সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন, নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মো. আলমগীর চৌধুরী, হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রথীন্দ্র চন্দ্র দেব, জেলা শিক্ষা কর্মকর্তা অনীল চন্দ্র মজুমদার, পুলিশ পরিদর্শক আব্দুল বাতেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডার এডভোকেট মোহাম্মদ আলী পাঠান, প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট রুহুল হাসান শরীফ, সাবেক সাধারন সম্পাদক এডভোকেট শাহ ফখরুজ্জামান, জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক সজিব আলী এবং প্রচার সম্পাদক অনুপ কুমার দেব মনা।
সভায় জেলায় ১৫ আগস্ট উপলক্ষে অন্যান্যবারের ন্যায় ফ্রি মেডিকেল ক্যাম্প এবং স্ব্চ্ছোয় রক্তদানসহ বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়।