Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের পানিউমদায় টিলা কাটার মহোৎসব

নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের টিলা কেটে উজাড় করে নিচ্ছে একটি কুচক্রী মহল। গত এক সপ্তাহ ধরে উপজেলার পানিউমদা ইউনিয়নের পানিউমদা গ্রামের লালমাটি এলাকায় সরকার বাহাদুরের প্রায় ৭২ শতক জায়গার উপর একটি বিশাল টিলা কেটে বাড়ি নির্মাণের পায়তারা করছেন ওই এলাকার সৌদআরব প্রবাসী স্ত্রী। বুধবার বিকেলে সরেজমিন গিয়ে দেখা যায় এবং প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উল্লেখিত স্থানে বিশাল টিলা কেটে সমতল করার উদ্দেশ্যে গত এক সপ্তাহ ধরে মাটি কাটাচ্ছেন এক সৌদিআরব প্রবাসীর স্ত্রী । ওই প্রবাসীর স্ত্রী নারী হয়েও সরকারী টিলা কেটে উজাড় করে দেয়ায় এত ক্ষমতার উৎস এবং সাহস কোথায় থেকে পেলেন এমন প্রশ্ন জনমনে।
সচেতন মহলের ধারণা, প্রশাসনের পক্ষ থেকে পাহাড় কাটা বন্ধের ব্যাপারে লোক দেখানো অভিযান করে লাভ নেই। ইতিপূর্বে যারা পাহাড় কাটার সঙ্গে জড়িত ছিল তাদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে মামলা দায়ের করা হয়নি। এর ফলে পাহাড় বা টিলা কেটে প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করা নিত্যদিনের সঙ্গী হয়ে দাড়িয়েছে। পাহাড় কাটার ফলে প্রাকৃতিক সৌন্দর্য্য বিলিন হয়ে যাচ্ছে তাই প্রশাসনের প্রতি আমাদের অনুরোধ লোক দেখানো অভিযান বন্ধ করে হাতেনাতে ভূমিদস্যুদের বিরুদ্ধে মামলা করে আইনের আওয়াতায় এনে গ্রেফতার করতে সচেষ্ট হন।
এ বিষয়ে সরকার বাহাদুরের সম্পদ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনে দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সরকারী টিলা বা পাহাড় কাটার কোনো সুযোগ নেই। খোঁজখবর নিয়ে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।