Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আজমিরীগঞ্জে উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রলীগের ৪ নেতা বহিস্কার

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বতন্ত্রপ্রার্থীর পক্ষে কাজ করায় ছাত্রলীগের ৪ নেতাকে দল থেকে বহিস্কার করা হয়েছে। জানা যায়, আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচন আগামী ২৫ জুলাই অনুষ্টিত হবে। উক্ত উপ-নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতীক নিয়ে অংশ নিতে দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপজেলা আওয়ামীলীগের লীগের সভাপতি মিছবাহ উদ্দিন ভূঁইয়াকে মনোনীত করেন। উক্ত নির্দেশকে অমান্য করে ছাত্রলীগের কতিপয় নেতা প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্রপ্রার্থী আলাউদ্দিন মিয়ার (আনারস প্রতীক) পক্ষে অবস্থান নিয়ে কাজ করায় গতকাল বুধবার উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের সুপারিশক্রমে জেলা ছাত্রলীগ ৪ জনকে বহিস্কার করেন। বহিস্কৃত নেতৃবৃন্দরা হল, আজমিরীগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক দীপ্ত রায়, সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ সাদ্দাম, আজমিরীগঞ্জ ডিগ্রী কলেজের সাংগঠনিক সম্পাদক প্রসেনজিৎ দেব, শিবপাশা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কে এম মুছা। উল্লেখ্য, ইতিপূর্বে একই কারণে উপজেলা আওয়ামীলীগের ৭ নেতৃবৃন্দকে বহিস্কার করা হয়।