Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে চাহিদার চেয়ে মাছ বেশী উৎপাদন হচ্ছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে বানিয়াচঙ্গে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে সিনিয়র মৎস্য কর্মকর্তা মুহাম্মদ মামুনুর রশিদ’র সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খন্দকার, সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহমেদ আকুঞ্জি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাওছার শোকরানা, সমাজ সেবা কর্মকর্তা মোঃ জাকির হোসেন, সাংবাদিক ইমদাদুল হোসেন খান, তোফায়েল রেজা সোহেল, মখলিছ মিয়া, জীবন আহমেদ লিটন, তরুণ উদ্যোক্তা আসাদুজ্জামান খান তুহিন, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী হাবিবুর রহমানসহ মৎস্যচাষী, মৎস্যজীবি, মৎস্য ব্যবসায়ী, মৎস্যচাষ উপকরণ ব্যবসায়ী, মৎস্য উদ্যোক্তাগন এ মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেন। ‘স্বয়ংসম্পূর্ণ মাছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে ১৮ থেকে ২৪ জুলাই সারাদেশব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮ উদযাপনের অংশ হিসেবে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়। সভায় মৎস্য বিভাগের পক্ষ থেকে জানানো হয় হাওর অঞ্চল অধ্যুষিত বানিয়াচং মৎস্য চাষের উপযুক্ত স্থান। এ উপজেলায় মাছের চাহিদা ৭হাজার ২শ২৭ মেট্রিক টন, সেখানে উৎপাদন হচ্ছে ১৩ হাজার ১শ৩০ মেট্রিক টন, বানিয়াচঙ্গে মাছের চাহিদা পূরণ করে আরো ৫ হাজার ৯শ৩ মেট্রিক টন মাছ বাংলাদেশের বিভিন্ন জায়গায় রপ্তানী করা হচ্ছে। ভবিষ্যতে এ পরিমাণ আরো বৃদ্ধির লক্ষ্যে মৎস্য বিভাগ বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে।