Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের লন্ডনীকে ঢাকায় জিম্মি তিন লাখ টাকার বিনিময়ে মুক্তি

এম এ বাছিত, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের কারগাঁও ইউনিয়নের দুর্গাপুর কামালপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মৃত ছনাই মিয়ার পুত্র ইকবাল আহমদ অপহৃত হয়েছেন। ১৯ মার্চ ঢাকার বাড্ডা এলাকা থেকে একটি চক্র তাকে অপহরণ করে। নগদ টাকা, পাউন্ড এবং ক্যাডিট কার্ড দিয়ে জিম্মদশা থেকে মুক্ত হন তিনি। এক সপ্তাহের ব্যবধানে স্থানীয় ইউপি চেয়ারম্যান ছাইম উদ্দিন এবং একই এলাকার প্রবাসী জিম্মির ঘটনায় তোলপাড় চলছে। স্থানীয় একটি অশুভ শক্তি এর নেপথ্যে রয়েছে বলে অভিযোগ উঠেছে। ক্রাইম অধ্যুষিত শাকোয়ার দু’টি আলোচিত ঘটনায় আতংক দেখা দিয়েছে। বৃটেন নাগরিক ওই প্রবাসীকে অপহরণের পর জনৈক যুবতি দিয়ে অশ্লীল ছবি ধারণ করে ওই চক্র। এসময় তাকে বেদড়ক মারপিট করা হয়। রোমহর্ষক ঘটনার বর্ণনা দিয়ে প্রবাসী ইকবাল আহমদ বলেন, অনেক আশা নিয়ে গত মাসের ১২ ফেব্র“য়ারী দেশে এসেছিলাম। জরুরী প্রয়োজনে ১৯ মার্চ বুধবার রাজধানী ঢাকায় গিয়েছিলাম। ওইদিন সকাল সাড়ে ৮টায় মহাসড়কের আউশকান্দি কিবরিয়া চত্বর থেকে এনা পরিবহনের বাসযোগে ঢাকায় যাই। দুপুর ১ ঘটিকায় মহাখালী টার্মিনাল এলাকায় অপহৃত হন তিনি। এসময় টার্মিনালে নেমে প্রবাসী ইকবাল আহমদ একটি রিক্সায় উঠেন। বিদ্যুৎগতিতে রিক্সার একপাশে অপহরণকারী চক্রের অস্ত্রধারী সদস্য তার পাশে উঠে বসে। অস্ত্র ঠেকিয়ে চিৎকার করতে নিষেধ করে। রিক্সা নিয়ে উত্তর বাড্ডার গলি দিয়ে আধাঘন্টার পথ পাড়ি দেয়। গলিপথ দিয়ে দুই রুমের একটি দ্বিতল ফ্ল্যাটে নিয়ে যায়। মেরে ফেলে দেয়ার হুমকি দেয়। হাত-পা বেঁেধ ১০ লক্ষ টাকা দাবি করে। আমি তাদের আমার নিকট থাকা নগদ ৮৩ হাজার টাকা, ১৬৫ পাউন্ড দিতে সম্মত হই। এসময় চিৎকার করে ওই চক্রের সদস্যরা আমাকে ল্যাং মেরে মাটিতে ফেলে দেয়। ভয়ে আমি কেঁপে উঠি। আমাকে না মারার আকুতি করি। এসময় তাদের একজন বলে তোকে মারবনা। তোকে ফুর্তি করতে দেব। ভাল করে ফুর্তি করবি। যা খুশি তাই করবি, কিন্তু টাকা দিতে হবে। এর কিছুক্ষণ পরই সুন্দরী এক যুবতী আমার উপর হামলে পড়ে। শরীরে সকল বস্ত্র খোলে নেয়। অপহরণ চক্রের সদস্যরা ষ্টিল ক্যামেরায় অশ্লীল ছবি ধারণ করে। চিৎকার করে বলে ফুর্তি করেছিস ? এবার টাকা দে। আমার কোন আকুতিতে ওদের মন গলেনি। স্বজনদের সাথে কথা বলার নির্দেশ দেয়। দর কষাকষির একপর্যায়ে এক লক্ষ টাকায় মুুক্তি দিতে সম্মত হয়। আমি টাকার জরুরী প্রয়োজনীয়তার কথা বলে স্বজনদের সাথে যোগাযোগ করি। স্বজনরা আমার বিপদ উপলব্ধি করেন। বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে বলি। এসময় অপহরণকারী চক্রের লোকজন তাদের দেয়া নাম্বারে টাকা আনার নির্দেশ দেয়। টাকা উত্তোলনের পরিকল্পনার কথা জানিয়ে বলে, তোর লোকজন ঝামেলা করলে তোকে মেরে লাশ বুড়িগঙ্গায় ফেলে দেব। উত্তোলনকারীর পেছনে কয়েকজন পাহারাদার থাকবে। ঝামেলা হলেই তোকে মেরে ফেলব। বিকাশের দুটি নাম্বার ০১৭৫৫-৬০২৯৬৯ এবং ০১৭৫৫-৬০৩০৭৮ আমার লোকজন টাকা প্রেরণ করে। প্রায় ৯ ঘন্টা পর রাত সাড়ে ৯ টায় রোমহর্ষক জিম্মিদশা থেকে মুক্তি পাই। প্রবাসী ইকবাল আহমদ বলেন, মুক্তি লাভের ঘটনা আইন শৃংখলাবাহিনীকে অবহিত করি। সহযোগিতা পাইনি। এবিষয়ে বেশী প্রশ্ন না করতে অনুরোধ করেন তিনি। আক্ষেপ করে বলেন, প্রশাসন সহযোগিতা করলে ওই চক্রকে ধরাশায়ী করা যেত। আমাকে ব্ল্যাকমেইল করা হয়েছে। ওই চক্র সনাক্তে কাজ করছেন তিনি। প্রয়োজনে বৃটিশ হাইকমিশনের সহায়তা নেবেন। ক্ষোভের সাথে বলেন, বাংলাদেশ এখন আফ্রিকান দুর্বৃত্তায়নের দেশে পরিণত হয়েছে। এঘটনায় স্থানীয় চক্র জড়িত রয়েছে মর্মে অভিযোগ করেন তিনি।