Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা সমিতি ইনক এর ঈদ পুনর্মিলনী ও বনভোজন

প্রেস বিজ্ঞপ্তি ॥ গত ৮ জুলাই রবিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনের রিভার ব্যাংক স্টেট পার্কের নয়নাভিরাম ওয়াটারফ্রন্ট এম্পিথিয়েটারে যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা সমিতি ইনক এর ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক প্রবাসী হবিগঞ্জ জেলাবাসী উপস্থিত ছিলেন। হাডসন নদীর উপরে বিল্ডিংয়ের উপরের মনোরম স্থানে বিভিন্ন প্রকারের খেলাধূলা, দুপুরের খাবার, ঝালমুড়ি, বৈকালিক নাস্তা, গ্রাজুয়েশনকৃত ছাত্র/ছাত্রীদের পরিচিতি অনুষ্ঠান, নিউইয়র্ক বারে হবিগঞ্জ জেলার প্রথম সদস্য সৈয়দা তাসনিমের পরিচিতি অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। শেষ বিকালে প্রমী তাদের মন মাতানো গান উপভোগ করেন সকলে। সম্প্রতি সংগঠনটি যুক্তরাষ্ট্র সরকার কর্তৃক ট্যাক্স একজামপ্ট স্ট্যাটাস পাওয়ায় ভবিষ্যত করণীয় কাজ নির্ধারণ করা হয়। ভবিষ্যতে সংগঠনকে অন্যান্য সংগঠনের মতো পিননিক ও ইফতার মাহফিলে সীমাবদ্ধ না রেখে অতীতের চেয়েও আরো বেশি সামাজিক ও জনহিতকর কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। অনুষ্ঠানের গ্র্যান্ড স্পন্সর ছিলেন-এটর্নি ব্র“স ফিশার ও বাংলাদেশ সোসাইটির সভাপতির সভাপতি কামাল আহমদ। বিশেষ সহযোগিতায় ছিলেন মোঃ কামরুল ইসলাম ও উজ্জ্বল ইসলাম। র‌্যাফেল ড্র স্পন্সর করেন প্রবাসের পরিচিতিমুখ এটর্নি মঈন চৌধুরী। উপস্থিত ছিলেন মহিবুর রহমান বার ভূঁইয়া, সৈয়দ আব্দুল ওয়াহেদ, মীর আব্দুল লতিফ, এড. সালেহ উদ্দিন, জনাব আব্দুল রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা বৃন্দাবন কলেজের সাবেক ভিপি ও সংগঠনের আজীবন অভিভাবক কাশেম আলী, জকীউদ্দীন চৌধুরী, মোঃ নাসির উদ্দীন, মোখলেছ মুনতাসির, ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আশিকুর রহমান, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর মিয়া, ঘণচউ ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্টের সার্জেন্ট সৈয়দ মাহবুব সুমন, হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি মোতাছিরুল ইসলাম, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের নেতা তোফাজ্জল সোহেল, আবুল কাশেম মজুমদার, সফিক উদ্দীন চৌধুরী মুবেদ, হবিগঞ্জ কল্যাণ সমিতির সভাপতি শফিকউদ্দীন তালুকদার, সাধারণ সম্পাদক রেজাউল করিম ভূঁইয়া, জালালাবাদের সহ-সম্পাদক শেফাজ চৌধুরী, মিয়া মোঃ আলমগীরসহ হবিগঞ্জ এবং অন্যান্য এলাকার সংগঠনের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা সমিতির সকল উপদেষ্টা ও কার্যকরী কমিটির তাজুল ইসলাম মানিক, নাজিম উদ্দিন, শাহানুর ইসলাম, শাহ্ মোঃ সাদেক, তৌফিক, ইকবাল আনসারী, আশফাক খান, মোঃ আবুল কাশেম, মিয়া মোঃ আসকিত, ফয়সল আহমেদ, পারভেজ খান, খালেদ চৌধুরী, শামছুল ইসলাম, সুকান্ত দাশ হরে, এ কিউ জয়, গফফার চৌধুরী, মাহমুদ হাসান, উজ্জ্বল ইসলাম, শাহ্ মোঃ তৌফিক, বাচ্চু মিয়া, সৈয়দ কাওসার বাবলু, সদর সমিতির জনাব আবু সাইদ কুটি, মোঃ আব্দুল ওয়াহেদ, বিষ্ণু সরকার প্রমুখ। বনভোজন শেষে সবাইকে ধন্যবাদ জানান সমিতির আহবায়ক সাব্বির কাজী আহমদ, সদস্য সচিব সেলিম আজাদ, সভাপতি মোঃ আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক সৈয়দ এম. নোমান।