Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শায়েস্তাগঞ্জের চেক জালিয়াতির মামলার আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ মাহিন্দ ট্রাক্টর কোম্পানী কর্নফুলি লিঃ শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ শাখার ম্যানেজার সেলিম রেজা (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। গত ১২ জুলাই রাজশাহী জেলার কাঠাখালি থানা পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশ সুত্রে জানা যায়, সেলিম রেজা উক্ত কোম্পানির ম্যানাজার থাকাকালীন সময়ে সুচিউড়া গ্রামের নজরুল ইসলাম মাহিন্দ্র ট্রাক্টর কিস্তিতে নেওয়ার জন্য তার অফিসে গেলে কোম্পানির নিয়মানুযায়ী ডাউন্ট পেমেন্টের জন্য, ৫টি খালি ব্যাংক চেক, ৬টি ১০০ টাকার ষ্টাম্প, ছবি, জাতীয় পরিচয়পত্র লাগবে জানালে নজরুল ইসলাম পুবালী ব্যাংক লি: সুতাং বাজার শাখার ৫টি খালি ব্যাংক চেক নং ৫১৫৩১০৩, ৫১৫৩১০৪, ৫১৫৩১০৫, ৫১৫৩১০৬,৫ ১৫৩১০৭ এবং ৬টি খালি ১০০ টাকার ষ্টাম্প তাকে দেয়। সেলিম রেজা চাকুরীচ্যুত হলে চেকও ষ্টাম্পগুলির কথা অস্বীকার করে। চেক গুলি উদ্ধারের জন্য বিজ্ঞ এডিএম কোর্টে নজরুল মামলা দায়ের করেন। মামলা নং-৯৭৮/১৭ইং। উক্ত মামলায় সেলিম রেজার বাড়িতে সার্চ ওয়ারেন্ট গেলেও চেক গুলি উদ্ধার করা যায়নি। তৎপর নজরুল বাদী হইয়া বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমল ২ আদালতে সেলিম রেজার বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা নং সিআর ২৩/১৮ (চুনা)। উক্ত মামলায় তার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ওয়ারেন্ট ইস্যু করে। এর প্রেক্ষিতে গত ১২ জুলাই বৃস্পতিবার রাতে কাটাখালি থানা পুলিশ সেলিম রেজাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে শায়েস্তাগঞ্জ লেনঞ্জাপাড়ার মোঃ কদর আলি আরও একটি মামলা দায়ের করেন। মামলা নং সিআর ৭০/১৮ (চুনা)। শায়েস্তাগঞ্জ এলাকার বহুলোকের চেক সেলিম রেজা আত্মসাৎ করেছে বলে সূত্রে জানায়। সবাই প্রতারক সেলিম রেজার দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করেন।