Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সুলতানশীতে সংঘর্ষে নিহতের ঘটনায় ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের সুলতানশী গ্রামের সাহেব বাড়ি মসজিদে ইমাম নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষে বাদশা মিয়া (৬০) খুনের ঘটনায় বর্তমান মেম্বার ফুল মিয়াসহ ২৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১৫/২০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত বাদশা মিয়ার ছেলে আজিজুর রহমান নজরুল বাদী হয়ে গতকাল রাতে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন। এদিকে গতকাল ময়না তদন্ত শেষে পুলিশ লাশ বাদশা মিয়ার পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করে। গতকাল রাত ৯টায় জানাযা নামাজ শেষে দাফন করা হয়েছে।
উল্লেখ্য, হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের সুলতানশী গ্রামের সাহেব বাড়ি মসজিদে একই গ্রামের হারুন মিয়াকে ইমাম নিয়োগ করা নিয়ে দু’পক্ষের মাঝে বিরোধ দেখা দেয়। এর জের ধরে গত শুক্রবার সন্ধ্যায় বর্তমান মেম্বার ফুল মিয়া, ফজলু মিয়া, রাজু মিয়া, মজনু মিয়া, রুবেল মিয়ার পক্ষের সাথে সাবেক চেয়ারম্যান আমজাদ আলী, সাবেক মেম্বার ফিরোজ মিয়া, আব্দুল কাইয়ূম এর পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে বাদশা মিয়া ঘটনাস্থলেই মারা যান।