Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

পইলারকান্দি ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান খানের উপর হামলার ঘটনায় নিন্দা ॥ হামলাকারীদের শাস্তি দাবি

বানিয়াচঙ্গ উপজেলার ১৫নং পৈলারকান্দি ইউপি চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান খানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গতকাল শনিবার বেলা ৩টায় ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে এক বিশেষ জরুরী সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্যানেল চেয়ারম্যান অঞ্জন রায়। জরুরী সভায় তিনি উপস্থিত সকলকে অবহিত করেন ১৩ জুলাই রাত প্রায় ১২টায় চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান খান তার ব্যবসা প্রতিষ্ঠান হতে বাসায় ফেরার পথে একদল দুর্বৃত্ত তাকে প্রাণে হত্যার উদ্দেশ্যে অস্ত্র শস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে চেয়ারম্যান ফজলুর রহমান খান ও তার ভায়রা গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে চেয়ারম্যান ফজলুর রহমান খান সেখানে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধিন রয়েছেন। তার বক্তব্য শুনার পর উপস্থিত সকল সদস্য এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তারা অবিল¤ে হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। সভায় বক্তব্য রাখেন ৩নং ওয়ার্ড সদস্য মোমতাজ মিয়া, ৪নং ওয়ার্ড সদস্য আরব আলী, ৫নং ওয়ার্ড সদস্য ধলন মিয়া, ৭নং ওয়ার্ড সদস্য আহম্মদ মিয়া, ৮নং ওয়ার্ড সদস্য ছানাউর রহমান হারিছ, ৯নং ওয়ার্ড সদস্য হরিসুন্দর দাস, ১,২ ও ৩নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য রাসেদা খাতুন, ৪,৫ ও ৬নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য মিনা রানী দাস, ৭,৮ ও ৯নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য মালঞ্চ রানী দাস। বিজ্ঞপ্তি