Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শায়েস্তানগর বাজারে মাংসের দোকানে অভিযান ॥ তাজা রক্ত ভিজিয়ে পচা মাংস বিক্রি পঁচাবাসি মাংস জব্দ, জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগর বাজারে মাংসের দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পঁচাবাসি মাংস জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার দুপুরে অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। আভিযানিক দল কয়েকটি মাংসের দোকান তল্লাশি করেন। এ সময় ফ্রিজে রাখা পঁচাবাসি মাংসের সন্ধান পাওয়া যায়। অভিযানিক দলটি জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন, বহুদিনের অবিক্রিত এসব মাংস ফ্রিজে সংরক্ষণ করে রাখা হয়েছিল। খুচরা বিক্রির সময় তাজা মাংসের সাথে রক্তে ভিজিয়ে এসব পঁচা মাংসও অল্প অল্প করে চালিয়ে দেওয়া হয় বলেও স্বীকার করেন বিক্রেতারা। পরে পঁচা মাংস জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়। এই অপরাধে মাসুক মিয়া মাংসের দোকানকে ৫শ টাকা, আব্দুল বারির মাংসের দোকানকে ৫শ টাকা ও শাহনূর মাংসের দোকানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও মূল্য তালিকা না থাকায় হাবীব পোল্ট্রি ফার্ম ও খাজা পোল্ট্রি ফার্মকে ৫শ টাকা করে ১ হাজার টাকা জরিমানা করা হয়। একই দিনে তিনকোনা পুকুর পাড় এলাকায় পঁচা ফল বিক্রির দায়ে তৈয়ব আলীর ফলের দোকানকে ২ হাজার টাকা, এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্য রাখার দায়ে আমেনা কনফেকশনারিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।