Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সৈয়দ আশরাফ উদ্দিন মামুনের হবিগঞ্জ প্রেসক্লাবের সদস্য পদ বাতিল

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসক্লাবের শৃংখলা ও স্বার্থ বিরোধী কাজে লিপ্ত থাকাসহ সংস্থার গৌরব হানিকর কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে সৈয়দ আশরাফ উদ্দিন মামুনের সদস্যপদ বাতিল করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে হবিগঞ্জ প্রেসক্লাবে জরুরী সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে তার সদস্যপদ বাতিল করা হয়। সাধারণ সভায় সৈয়দ আশরাফ উদ্দিন মামুনের বিরুদ্ধে ক্লাবের শৃংখলা ও স্বার্থ বিরোধী কার্যক্রম ছাড়াও ক্লাবের মানহানিকর নানা কর্মকান্ডে জড়িত থাকার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। দীর্ঘ আলোচনার পর ক্লাবের মর্যাদা রক্ষার স্বার্থে সৈয়দ আশরাফ উদ্দিন মামুনের সদস্যপদ বাতিলের বিষয়ে উপস্থিত সকল সদস্য একমত পোষণ করেন। এরই প্রেক্ষিতে তার সদস্যপদ বাতিল করা হয়। সেই সাথে তিনি হবিগঞ্জ প্রেসক্লাবের নাম পরিচয় যাতে কোথাও ব্যবহার না করেন এ জন্য তাকে সতর্ক করা হয় এবং প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল মহলকে অবহিত করার সিদ্ধান্ত নেয়া হয়। গতকাল হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে ক্লাব সভাপতি মোহাম্মদ শাবান মিয়ার সভাপতিত্বে ও ক্লাবের সাধারণ সম্পাদক রাসেল চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি এডঃ মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সিনিয়র সদস্য এডঃ সফিকুর রহমান চৌধুরী, এডঃ রুহুল হাসান শরীফ, গোলাম মোস্তফা রফিক, মোঃ ফজলুর রহমান, মোহাম্মদ নাহিজ, শোয়েব চৌধুরী, সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেন, সায়েদুজ্জামান জাহির, সৈয়দ এখলাছুর রহমান খোকন, চৌধুরী মাসুদ আলী ফরহাদ, রাশেদ আহমেদ খান, প্রদীপ দাশ সাগর ও শাকিল চৌধুরী। সভায় সৈয়দ আশরাফ উদ্দিন মামুনের বিরুদ্ধে আনীত অভিযোগ সরেজমিনে গিয়ে প্রমাণ হয়েছে মর্মে গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন পেশ করেন। এ প্রতিবেদনের উপর দীর্ঘ আলোচনার পর উল্লেখিত সিদ্ধান্ত নেয়া হয়।