Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে রাতের আধারে দৃর্বৃত্তের ফসলী জমির লাউগাছ কর্তন !

নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার দিনারপুর এলাকার বুড়িনাঁও গ্রামে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে রাতের আধারে প্রায় এক কেদার ফসলি জমির লাউগাছের চারা কর্তন করেছে দুর্বৃত্তরা। গত বুধবার এ ঘটনা ঘটে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় ইউপি কৃষি অফিসের সহকারী কর্মকর্তা দিলাওয়ার হোসেন।
এ ঘটনার পূর্বে গত ৬ জুলাই শুক্রবার সকালে সংঘবদ্ধভাবে প্রতিপক্ষের লোকজন হামলা করে স্বামী-স্ত্রীকে অমানুষিক নির্যাতন করে। এতে তারা গুরুতর হয় এবং তাদের টং দোকার ঘরের মালামালসহ টং দোকান ঘরটি পুকুরে ফেলে দেয়া হয়। আহত স্বামী-স্ত্রীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলেন ঐ গ্রামের লেচু মিয়ার মেয়ে ৩ সন্তানের জননী ফাতেমা আক্তার খেনা (৩৩) তার স্বামী কমরু মিয়া (৪০)। হামলার ঘটনায় নবীগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়, উপজেলার পানিউমদা ইউনিয়নের বুড়িনাঁও গ্রামের লেচু মিয়ার সঙ্গে জায়গা সংক্রান্ত বিষয়াদি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জের ধরে গত ৬ জুলাই শুক্রবার সকালে নিজের টং দোকান ঘরে এক পেয়ে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এলোপাথাড়ি হামলা করে। এ সময় স্বামীকে বাঁচাতে স্ত্রী ফাতেমা আক্তার খেনা এগিয়ে আসলে তার উপরও হামলা করা হয়। হামলাকারীরা প্রায় ৭০ হাজার টাকা মূল্যের দোকানের যাবতীয় মালামাল ও নগদ ১৫ হাজার টাকা নিয়ে যায়। যাবার সময় ২০ হাজার টাকা মূল্যের টং দোকানটি পুকুরের পানিতে ফেলে দেয় ।
ফসলী জমিতে লাউ গাছের চারা কর্তনের খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই পার্থরঞ্জন চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এব্যাপারে মামলার বাদী লেচু মিয়া বলেন, প্রতিপক্ষের লোকজন আমাদের উপর অমানবিক নির্যাতন চালিয়েছে। আমরা অসহায় হয়ে পড়েছি। এ ব্যাপারে অভিযুক্ত ইমাম উদ্দিন সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এসব অভিযোগ অস্বীকার করেন। নবীগঞ্জ থানার এসআই পার্থ রঞ্জন চক্রবর্তী বলেন, হামলার ব্যাপারে মামলা রেকর্ড করা হয়েছে। আসামীদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।