Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটের একজনসহ ২ মাদক ব্যবসায়ী সিলেটে র‌্যাবের হাতে আটক

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটের একজনসহ দুই মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবাসহ সিলেটে র‌্যাবের হাতে আটক হয়েছে। আটক মাদক ব্যবসায়ীরা হলেন, চুনারুঘাটের পঞ্চাশ গ্রামের মৃত রফিক মিয়ার ছেলে রুমান মিয়া (২৫) ও নরসিংদীর রায়পুরা থানার সামিবাদদ গ্রামের মোহন মিয়ার ছেলে আল আমীন মিয়া (২৭)। বুধবার দিবাগত রাত ২টা ১০ মিনিটে সিলেট মেট্রোপলিটনের কোতয়ালী থানা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। তাদের কাছ ১৩১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ বোতল ফেন্সিডিল, দেশীয় তৈরি রামদা ও ছুরি উদ্ধার করে র‌্যাব।
র‌্যাব সূত্রে জানা গেছে, কতিপয় শীর্ষ মাদক ব্যবসায়ী মাদক কেনাবেচা করছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী, সিলেট ক্যাম্পের সিনিয়র এএসপি মাঈন উদ্দিন চৌধুরী এর নেতৃত্বে একদল র‌্যাব সদস্য অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। র‌্যাব তাদের ধাওয়া করে আটক করতে সক্ষম হয় এবং ঘটনাস্থল থেকে উল্লেখিত পরিমান ইয়াবাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। র‌্যাব সূত্রে জানা গেছে, চুনারুঘাটের রুমান সিলেটের কুমারপাড়া এবং নরসিংদীর আল আমীন মিয়া সিলেট কোতোয়ালী থানার ছড়ারপড় লন্ডনী বিল্ডিংয়ে বসবাস করে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।