Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলে ইয়াবা কানেকশন সেই পুলিশ কর্মকর্তা ক্লোজড

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে পুলিশের মোটরসাইকেল ইয়াবা ব্যবসার কাজে ব্যবহারের অভিযোগে বাহুবল থানার এএসআই কবিরকে ক্লোজড করা হয়েছে। গতকাল বুধবার সকালেই তাকে হবিগঞ্জ পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী। তার মোটরসাইকেলে ইয়াবা ট্যাবলেট পাচারকালে উপজেলার পশ্চিম জয়পুর গ্রামের লোকজন গত মঙ্গলবার সালাউদ্দিন নামে এক যুবককে আটক করে।
আটককৃত মাদক ব্যবসায়ী সালাউদ্দিন মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সুরমাভ্যালী এলাকার কনা মিয়ার ছেলে।
সূত্র জানায়, সালাউদ্দিন (২২) গত দু’বছর যাবৎ বাহুবল উপজেলার সাতপাড়িয়া গ্রামের তাহির মিয়ার ডেন্ডিং ওয়ার্কসপে কাজ করছিল। সেখানে কাজের পাশাপাশি সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার দুপুরে বাহুবল মডেল থানার এএসআই কবির এর ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে সালাউদ্দিন পশ্চিম জয়পুর গ্রামে ইয়াবা বিক্রয় করতে গেলে গ্রামবাসী তাকে ৫ পিস ইয়াবাসহ আটক করে। আটককৃত সালাউদ্দিন এলাকাবাসীকে জানায়, অনেক দিন যাবৎ এএসআই কবিরের সাথে মাদক ব্যবসার লেনদেন করে আসছিল। ওইদিনও কবির তাকে পশ্চিম জয়পুর গ্রামের জনৈক ইয়াবা ব্যবসায়ীর কাছে ইয়াবা পৌঁছে দিয়ে টাকা আনতে পাঠায়। ইয়াবা দিয়ে আসার পথে জনতা তাকে আটক করে বলে সে দাবি করে।
বাহুবল মডেল থানার ওসি মাসুক আলী জানান, উক্ত ঘটনার সম্পৃক্ততার অভিযোগে উর্ধ্বতন কর্তৃপক্ষ এএসআই কবিরকে মঙ্গলবার রাতে ক্লোজড করেন। বুধবার তাকে হবিগঞ্জ পুলিশ লাইনস-এ একিভূত করা হয়।